
ঢাকা, ২২ এপ্রিল, এবিনিউজ : মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের টেনেসি প্রদেশের একটি রেস্টুরেন্টে নগ্ন বন্দুকধারীর হামলায় অন্তত ৩ জনের প্রাণহানি ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরো চারজন। আজ রবিবার ভোরে টেনেসির নাশভিলে এলাকার একটি রেস্টুরেন্টে ওই হামলা হয়েছে।
মেট্রোপলিটন নাশভিলে পুলিশ বিভাগ এক বিবৃতিতে বলছে, নাশভিলের দক্ষিণ-পূর্বাঞ্চলের উপশহর অ্যান্টিওচের ওয়াফেল হাউস রেস্টুরেন্টে রোববার ভোর ৩টা ২৫ মিনিটে গোলাগুলির ঘটনা ঘটেছে।
‘হামলাকারীকে এক ব্যক্তি বন্দুক দিয়ে হামলায় উৎসাহ দিয়েছে। সে নগ্ন ছিল এবং পায়ে হেঁটে পালিয়ে গেছে। ছোট চুলের এই হামলাকারী শেতাঙ্গ।’
নগ্ন ওই হামলাকারী ইলিনয় অঙ্গরাজ্যের ২৯ বছর বয়সী যুবক ট্র্যাভিস রেইঙ্কিং বলে পুলিশ প্রাথমিকভাবে শনাক্ত করেছে। ওয়াফেল হাউস রেস্টুরেন্টে হামলার সময় ব্যবহৃত গাড়িটি রেইঙ্কিংয়ের নামে নিবন্ধিত বলে পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে।
-এএফপি
এবিএন/জনি/জসিম/জেডি