মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩১
logo

চিরিরবন্দরে ছাদ থেকে পড়ে স্কুলছাত্র আহত

চিরিরবন্দরে ছাদ থেকে পড়ে স্কুলছাত্র আহত

চিরিরবন্দর (দিনাজপুর), ২২ এপ্রিল এবিনিউজ: দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যুতের তারে জড়িয়ে শরীরের অংশ পুড়ে গিয়ে স্কুলের ছাদ থেকে নিচে পড়ে স্কুলছাত্র আহত হয়েছে। আহতকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ১৯ এপ্রিল দিবাগত রাত সাড়ে ৯ টায় উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের গার্মেন্ট বাজারস্থ এ জেড রেসিডেন্সিয়াল মডেল স্কুলে এ ঘটনাটি ঘটেছে।

গতকাল শনিবার বিকেলে চিকিৎসাধীন আহত ছাত্র নাহিদ হাসান নয়ন জানায়, সে ওই বিদ্যালয়ে নার্সারী শ্রেণি থেকে পড়ালেখা করছে। বর্তমানে সে নবম শ্রেণির ছাত্র। রাতে ঘুমানোর বিছানায় ছাদের উপরের পানি পড়ায় সে স্কুল কর্তৃপক্ষকে জানায়। ফারুক নামে এক শিক্ষক ওইদিন রাতে তাকেসহ অপর দুজন ছাত্রকে ছাদে উঠিয়ে দেখতে বলে এবং ছাদে চড়িয়ে দেয়। এরপর কিছু না পেয়ে অপর দু’জন ছাত্র প্রথমতলার ছাদ থেকে নিচে লাফিয়ে পড়ে নামলেও সে নামতে পারেনি।

অবশেষে ছাদে থাকা একটি পরিত্যক্ত লোহার রড দিয়ে নিচের গভীরতা দেখে রডটি ওঠানোর সময় ছাদের ১ফিট উপর দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারে রডটি লেগে যায়। সঙ্গে সঙ্গে বিদ্যুতের তারে জড়িয়ে শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায় এবং ছাদ থেকে সে নিচে পড়ে যায় এবং গুরুতর আহত হয়। এসময় সহপাঠিরা দ্রুত তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

হাসপাতালে সঙ্গে থাকা ওই ছাত্রের নানী ফাতেমা বেগম ও ফুফু মমতাজ বেগম বলেন, প্রতিষ্ঠান কর্তৃপক্ষ রোগীকে ভর্তির পর দু’দিন পেরিয়ে গেলেও কোন খোঁজখবর নেননি। ওই ছাত্রের পিতা ইন্দ্রপুর গ্রামের আলহাজ্ব শহিদুল ইসলাম বলেন, আমার একমাত্র ছেলের জন্য দোয়া করবেন।

হাসপাতালের ইন্টার্নী চিকিৎসক ডা. আরিফুর রহমান জানান, শরীরের বেশ কয়েক জায়গায় পুড়ে গেছে। সারতে সময় লাগবে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। এ জেড রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পরিচালক জাকির হোসেন জানান, সে দুষ্টু প্রকৃতির ছেলে। কাউকে না জানিয়ে সে ছাদে উঠেছিল। ঘটনার পর তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। বড় ধরনের কোন ক্ষতি হয়নি। বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে।

এবিএন/রফিকুল ইসলাম/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত