![নাসিরনগর সদরে তালা ভেঙ্গে দোকানে চুরি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/22/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_136409.jpg)
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া), ২২ এপ্রিল এবিনিউজ: জেলার নাসিরনগর উপজেলা সদরের পশ্চিম পাড়ায় মসজিদ সংলগ্ন মেইন রোডে মুদির দোকানে গতকাল শনিবার রাতে চুরি সংঘঠিত হয়।জানা গেছে রাতে বৈরী আবহাওয়ায় সূয়োগে দোকান ঘরের তালা ভেঙ্গে প্রবেশ করে চুরি করে পালিয়ে যায় চোর।
দোকানির নাম মীর মো. মিনহাজ। মীর মিনহাজ জানায় তার দোকান থেকে নগদ ২১ হাজার টাকা,সাউন্ডবক্স সহ একটি ১৯ ইঞ্চি এল ই ডি রঙ্গীন টেলিভিশন দোকানে থাকা আরো অনেক সামগ্রী চুরি করে নিয়ে যায়। তাছাড়াও দোকানের বিদ্যুৎ বিল সহ আরো কিছু প্রয়োজনীয় কাগজ পত্র ছিলো বলে জানায় মীর মিনহাজ।তবে চুরি সংগঠিত হলেও এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
এবিএন/আব্দুল হান্নান/জসিম/তোহা