শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • উলিপুরে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

উলিপুরে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

উলিপুরে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

উলিপুর (কুড়িগ্রাম), ২২ এপ্রিল এবিনিউজ: কুড়িগ্রামের উলিপুরে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনিুষ্ঠিত হয়েছে। গতকাল আজ রবিবার উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন ও তথ্য কমিশনের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচি অনিুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মর্তুজা আল মুঈদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা অফিসার ডা. এ এইচ এম বোরহান উল ইসলাম সিদ্দিকী, উপজেলা কৃষি অফিসার অশোক কুমার রায়, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ মনিরুজ্জামান, উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীতা সরকার, উলিপুর এম এস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের,

নারিকেল বাড়ী পন্ডিত মহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছাত্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতি শিউলী, উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরদার প্রমূখ। প্রশিক্ষণে সরকারী-বেসরকারি কর্মকর্তা সহ উলিপুরের বিভিন্ন স্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এবিএন/আব্দুল মালেক/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত