বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সেতাবগঞ্জ মহিলা কো-অপারেটিভ সমিতি অফিসে রহস্যজনক আগুন

সেতাবগঞ্জ মহিলা কো-অপারেটিভ সমিতি অফিসে রহস্যজনক আগুন

সেতাবগঞ্জ মহিলা কো-অপারেটিভ সমিতি অফিসে রহস্যজনক আগুন

বোচাগঞ্জ (দিনাজপুর), ২২ এপ্রিল এবিনিউজ: দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর শহরের প্রাণ কেন্দ্রে সেতাবগঞ্জ পৌর ঈদগাঁ ময়দান সংলগ্ন সেতাবগঞ্জ মহিলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর অফিস কক্ষে গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কে বা কাহারা কেরোসিন তেল দিয়ে সমিতির প্রয়োজনীয় কাগজপত্রে আগুন লাগিয়ে দেয়। এসময় তিনতলা ভীত বিশিষ্ট্য একতলা ভবনের সমিতির অফিস কক্ষটি তালাবদ্ধ ছিল। রাতে এলাকাবাসী উক্ত সমিতির কক্ষ হতে পোড়াগন্ধ পেলে সমিতির কতৃপক্ষকে অবহিত করেন। এক পর্যায়ে সেতাবগঞ্জ ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

রবিবার সকাল ৮টায় মহিলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন অফিস কক্ষের ভিতরে দেখা যায় একটি প্লাষ্টিকের বোতলে কেরোসিন ঢেলে অফিস কক্ষের গুরুত্বপূর্ণ চারটি জায়গায় অগ্নি সংযোগ করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। অগ্নিকান্ডে ষ্টীল আলমারির ভিতরে, হিসাব রক্ষকের টেবিল, প্রয়োজনীয় ফাইল পত্রের জায়গায় অগ্নি সংযোগ করা হয়েছে। সমিতির পরিচালক মোছাঃ লায়লা মোতালেব জানান প্রতিদিনের ন্যায় সমিতির কর্মচারীরা সকল কাজকর্ম সেরে বাড়ীতে চলে যায়।

রাতে মোবাইল ফোনে জানতে পেরে তিনি দ্রুত ঘটনা স্থলে ছুটে আসেন। তিনি আরো বলেন অগ্নি সংযোগের ধরন দেখে মনে হলো পূর্ব পরিকল্পিতভাবে এই অগ্নি সংযোগের ঘটনা ঘটানো হয়েছে। সমিতির একাধিক সদস্য ক্ষোভ প্রকাশ করে বলেন একটি প্রতিষ্ঠিত সমিতিতে কে বা কাহারা কিভাবে কেরোসিন তেল দিয়ে রহস্য জনক ভাবে অগ্নি সংযোগ করে পালিয়ে যায় যা সত্যি ভাবনার বিষয়। এ ব্যাপারে একটি নিরপক্ষ তদন্ত করে দোষিদের বিচারের আওতায় আনতে হবে।

উল্লেখ্য যে মহিলা কো-অপারেটিভ সমিতির নিজস্ব ভবনের বেশ কয়েকটি কক্ষ থাকলেও শুধু মাত্র সমিতির গুরুত্বপূর্ণ ফাইলপত্রেই অগ্নি সংযোগ করা হয়। এ রির্পোট লেখা পর্যন্ত বোচাগঞ্জ থানায় একটি এজাহার দায়েরের প্র¯ু‘তি চলছিল।

এবিএন/সাজ্জাদুল আযম সাজ্জাদ/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত