![বাড্ডায় দুইপক্ষের সংঘর্ষে নিহত ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/22/badda_136424.jpg)
ঢাকা, ২২ এপ্রিল, এবিনিউজ : রাজধানীর বাড্ডা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে উভয় পক্ষের আরও দশজন আহত হয়েছে। বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, আজ বিকেল ৫ টার দিকে বাড্ডার বেরাইদ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেরাইদ ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম গ্রুপের সঙ্গে স্থানীয় সরকার দলীয় সংসদ সদস্য একেএম রহমতুল্লাহর ভাগ্নে ফারুক গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলি হয়। এসময় জাহাঙ্গীর গ্রুপের কামরুজ্জামান দুখু নামের একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
এবিএন/মমিন/ জসিম