![পটিয়ায় বিনোদ বিহারী সড়কের বেহাল দশা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/22/patiya-abnews_24_136425.jpg)
পটিয়া (চট্টগ্রাম), ২২ এপ্রিল, এবিনিউজ : চট্টগ্রামের পটিয়া পৌরসভার ১নং ওয়ার্ড ইন্দ্রপোল লবন শিল্প এলাকায় অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিপ্লবী বিনোদ বিহারী সড়ক খানা-খন্দকের সৃষ্টি হয়ে বেহাল দশায় পড়েছে এলাকাবাসী। এতে এলাকার লোকজনের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
পটিয়ার এমপি সামশুল হক চৌধুরী ও মেয়র অধ্যাপক হারুনুর রশিদ দুই দুই বার নির্বাচিত হলেও তাদের নির্বাচনের প্রতিশ্রুতি ছিল বিনোদ বিহারী সড়ক উন্নয়ন কাজ সম্পন্ন করার। কিন্তু সরকারের ১০ বছর মেয়াদে এমপি সামশুল হক চৌধুরী ও পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ সড়কটির উন্নয়ন কাজ সম্পন্ন না করায় এলাকার জনগণের মাঝে তিব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
এছাড়াও গত পৌর নির্বাচনে স্থানীয় কাউন্সিলর আবদুল খালেক রাস্তাটি সংস্কার করে দেওয়ার কথা বললেও এখনো তিনি করতে পারেনি। বার বার এলাকার লোকজনকে তিনি আশ্বাস দিয়ে যাচ্ছেন দ্রুত সময়ের মধ্যে এ সড়কের কাজ সম্পন্ন করবেন। এব্যাপারে ১নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল খালেকের সাথে যোগাযোগ করা হলে তিনি বিনোদ বিহারী সড়কের উন্নয়ন কাজ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি ও পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদের সাথে আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে এ সড়ক সংস্কার উন্নয়ন কাজ টেন্ডার আহ্বান করা হবে বলে জানান।
সরেজমিনে গিয়ে দেখা যায়, আল্লাই ওখাড়ার দক্ষিণ বিল দিয়ে বিনোদ বিহারী সড়ক জঙ্গলখাইন রাস্তার সাথে সংযুক্ত দুই কিলোমিটার জুড়ে খানা-খন্দকের ফলে রাস্তাটি যেন পুকুরে পরিণত হয়েছে। এতে করে প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী, শ্রমিক ও বিভিন্ন শ্রেণীর পেশাজীবী লোকজনের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এছাড়াও ১নং ওয়ার্ডের আল্লাই ওখাড়ার ২ শতাধিক পরিবার দক্ষিণ বিলে বসবাস করেন।
এ পরিবারের লোকজন এবং কোমলমতি শিশু শিক্ষার্থীরা রাস্তা দিয়ে চলাচলে চরম ভোগান্তি ছাড়াও প্রতিদিন কোন না কোন দূর্ঘটনা পতিত হচ্ছে।
স্থানীয় লোকজনের দাবি বিনোদ বিহারী সড়ক উন্নয়ন কাজ সম্পন্ন হলে এলাকায় যেমন প্রাণচাঞ্চল্য আসবে তেমনি করে হাজারো মানুষের দু:খ লাঘব মোচন হবে। স্থানীয় গৃহবধূ জেসমিন আকতার জানান, ১নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল খালেক তাদেরকে বার বার আশ্বস্থ করে যাচ্ছেন। কিন্তু পৌর মেয়র ও এমপি মহোদয় এ রাস্তাটি সংস্কার কাজ এখনো পর্যন্ত না করায় এলাকার লোকজনের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।
কলেজ ছাত্রী রুজি আকতার জানান, পৌরসভার বাসিন্দা হিসেবে আমরা নাগরিক সুযোগ সুবিধা থেকে অনেক ক্ষেত্রে পিচিয়ে রয়েছি। বিনোদ বিহার সড়কটি আমাদের জন্য অত্যন্ত জন গুরুত্বপূর্ণ সে রাস্তাটি সংস্কারের জন্য পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ ও পটিয়ার এমপি আলহাজ্ব সামশুল হক চৌধুরীর সৃদৃষ্টি কামনা করেছে।
কথা হয় আল্লাই ওখাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী আকলিমা আকতার ও তৃতীয় শ্রেণীর ছাত্রী কানিজ সুলতানার সাথে। তারা জানান, সামান্য বৃষ্টি হলে পুকুরের পরিণত হয়ে এ রাস্তা দিয়ে চলাচল করা অসম্ভব হয়ে পড়ে। এতে তারা স্কুলে যাতায়ত এক ধরণের বদ্ধ থাকে বলে জানান। স্থানীয় বাসিন্দা শ্রমিক নেতা নুরুল ইসলাম জানান, দীর্ঘদিন বিনোধ বিহারী সড়ক উন্নয়নে অবহেলিত।
এমপি ও মেয়র কেন যে, এ রাস্তাটি সংস্কারের উদ্যোগ না নেওয়ায় আমরা চরম ভোগান্তির মধ্যে রয়েছি। এব্যাপারে এলাকার সর্ব শ্রেণীর মানুষ দ্রুত সময়ের মধ্যে বিনোদ বিহারী সড়ক উন্নয়ন কাজ সম্পœ করার জন্য পটিয়ার মাটি ও মানুষের নেতা সামশুল হক চৌধুরীর সুদৃষ্টি কামনা করেন।
এবিএন/সেলিম চৌধুরী/জসিম/নির্মল