![কালীগঞ্জে কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/22/seeds_abnews_136429.jpg)
ঝিনাইদহ, ২২ এপ্রিল, এবিনিউজ : ঝিনাইদহের কালীগঞ্জের মহেশ্বরচাঁদা গ্রামে শতাধিক কৃষাণীদের মাঝে বিনামূল্যে সবজী বীজ বিতরণ করা হয়েছে।
আজ রবিবার সকালে উপজেলার মহেশ্বরচাঁদা গ্রামে কেঁচো সার ও জৈব বালাই নাশক উৎপাদন উদ্যোক্তা মর্জিনা বেগম ও বিশিষ্ট বীজ ব্যবসায়ী জাফর বীজ ভান্ডারের অর্থায়নের এবং কার্ড মহিলা সমিতির সহযোগীতায় বাড়ির আঙিনায় অর্গানিক পদ্ধতিতে সবজি চাষের জন্য এ বীজ বিতরণ করা হয়।
এ উপলক্ষে নারী উদ্যোক্তা ও কার্ড মহিলা সমিতির নেত্রী মর্জিনা বেগমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ জি.এম আব্দুর রউফ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহিদুল করিম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জি এম আব্দুর রউফ বলেন, ভিটামিন, আমিষ ও খনিজ পদার্থ পর্যাপ্ত পরিমান পেতে হলে টাটকা শাক-সবজি খেতে হবে। আর টাটকা শাক সবজি পেতে হলে বাড়ির আঙিনায় বিষমুক্ত সবজি উৎপাদনের কোন বিকল্প নেই। তিনি আয়োজক মর্জিনা বেগম ও জাফর বীজ ভান্ডারের পরিচালককে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে উপজেলার মহেশ্বরচাঁদা, বলরামপুর, নরেন্দ্রপুর ও দাপনা গ্রামের শতাধিক কৃষাণী উপস্থিত ছিলেন।
এবিএন/যবনিকা/জসিম/এমসি