![বন্দরে ট্রাক উল্টে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/22/road-accident3_136432.jpg)
বন্দর (নারায়গঞ্জ), ২২ এপ্রিল, এবিনিউজ : ট্রাক উল্টে হৃদয় (২০) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে বন্দর থানার কেওঢালাস্থ সরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনার সংবাদ পেয়ে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ব্যাপারে নিহত শ্রমিকের পিতা বাদী হয়ে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করে।
নিহত শ্রমিক হৃদয় কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার আব্দুল্লাহপুর এলাকার দিনমজুর মোক্তার হোসেনের ছেলে বলে জানা গেছে।
দুর্ঘটনায় নিহত হৃদয়ের পিতার কোনো অভিযোগ না থাকায় কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ দুপুরে নিহত শ্রমিকের মৃতদেহ তার স্বজনদের নিকট হস্তান্তর করেন।
এবিএন/নাসিরউদ্দিন/জসিম/এমসি