বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

মতলবে কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

মতলবে কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

চাঁদপুর, ২২ এপ্রিল, এবিনিউজ : গত কয়েকদিনের কাল বৈশাখী ঝড়ের তান্ডবে মতলবে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা-ঘাট। লন্ড-ভন্ড হয়েছে ফসলি জমি। মতলব উত্তর ও মতলব দক্ষিণের অধিকাংশ স্থানে গত কয়েকদিনযাবত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে করে ফ্রিজে রাখা খাদ্য দ্রব্য নষ্ট হয়ে যাচ্ছে।

বাড়ি-ঘর ও গাছপালা অধিকাংশ গ্রামে ভেঙে পড়েছে। এতে মানুষের ব্যাপকভাবে ক্ষতিসাধিত হয়েছে। মতলব দক্ষিণ উপজেলার একটি পৌরসভা ও ৬টি ইউনিয়ন ঘুরে দেখা গেছে কালবৈশাখী ঝড়ে বোরো ধান, ভূট্টা, মরিচসহ বিভিন্ন ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে বোরো ধান ও ভূট্টা জমিতে হেলে পড়ে গেছে।

উপজেলার অধিকাংশ গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এদিকে মতলব উত্তর উপজেলার ১৩টি ইউনিয়ন ১টি পৌরসভার ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি পরে আছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। সন্ধ্যা ঘনিয়ে আসলেই কাল বৈশাখী ঝড় হানা দেয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমের পাকা বোরো ধান কাটার সময় এখন। গত কয়েকদিনের কাল বৈশাখী ঝড়ে মতলব উত্তর ও মতলব দক্ষিণের ফসলি জমির ক্ষতিগ্রস্ত হয়েছে।

এবিএন/শ্যামল চন্দ্র দাস/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত