![তালায় স্কেভটরের আঘাতে ঝিনাইদহের কিশোরের মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/22/mittu_abnews_24_136438.jpg)
তালা (সাতক্ষীরা), ২২ এপ্রিল, এবিনিউজ : সাতক্ষীরার তালায় ইসলামের দাওয়াত দিতে চেল্লায় এসে রাস্তা নির্মাণের এস্কেভেটরের আঘাতে করুণ মৃত্যু হয়েছে মোঃ সাকিব হেেেসন(১৫) নামের এক কীশোরের।
আজ রবিবার সকালে ঘটনাটি ঘটেছে উপজেলার মহিলা কলেজ সংলগ্ন তালা-জাতপুর বাইপাস সড়কে। নিহতের বাড়ি ঝিনাইদহে। সে ঐ এলাকার সাহেব আলীর ছেলে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়,নিহত কীশোর তার এলাকার অন্যান্যদের সাথে তালা আলীয়া মাদ্রাসায় ইসলামের দাওয়াত চেল্লায় আসে। রোববার সকালে সে তার দু’বন্ধুর সাথে মাদ্রাসার পার্শ্ববর্তী ঐসড়কে হাটতে বেরোয়।
এসময় ঐলাকার রাস্তা নির্মাণে পার্শ্ববর্তী খাল থেকে স্কেভটর দিয়ে মাটি কেটে রাস্তার উপর ফেলার সময় অসাবধানতাবশত স্কেভটরের বুমের আঘাতে অপর দাখিল মাদ্রাসার গেট ভেঙ্গে সাকিবের মাজার উপর পড়ে। এতে সে গুরুতর আহত হলে তাৎক্ষণিক এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে তালা হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে খুলনা জিরো পয়েন্ট এলাকায় গেলে তার মৃত্যু হয়। ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর থেকে স্কেভেটরের চালক পলাতক রয়েছে।
এব্যাপারে রাস্তার ঠিকাদার জারিফ এন্টার প্রাইজের স্বত্তাধিকারী ফয়সাল আহম্মেদ বলেন,বিষয়টি তার জানা নেই। কাজটি উপজেলার তেঁতুলিয়ার জনৈক আ. রহমানের তত্ত্বাবধানে বাস্তবায়ন হচ্ছে। এদিকে রাস্তা নির্মাণে ঠিকাদারী প্রতিষ্ঠান অবৈধভাবে পার্শ্ববর্তী সরকারি খাল থেকে মাটি কেটে রাস্তায় দেয়ায় এবং স্কেভেটর পরিচালনায় আনাড়ি চালক নিয়োগে মূলত ঠিকাদারী প্রতিষ্ঠানকেই দোষারোপ করছেন। ঘটনার পর তালা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তবে সর্বশেষ এব্যাপারে কোথাও কোন মামলা হয়েছে কিনা তা এ রিপোর্ট লেখা পর্যন্ত জানাযায়নি।
এবিএন/সেলিম হায়দার/জসিম/নির্মল