![লড়াই করে হারলো হায়দ্রাবাদ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/22/hydrabad_136441.jpg)
ঢাকা, ২২ এপ্রিল, এবিনিউজ : চেন্নাই সুপার কিংসের বিপক্ষে লড়াই করে হেরেছে সাকিব আল হাসানের হায়দ্রাবাদ। চেন্নাইয়ের বিপক্ষে ৪ রানে হেরেছে সাকিবরা। চেন্নাইয়ের করা ১৮২ রানের জবাবে ১৭৮ রান করেছে হায়দ্রাবাদ। তাতে উইকেট হারিয়েছে ৬টি।
আজ টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় দলটি। ১০ রানে ২ রানে উইকেট হারিয়ে চাপে পরে তারা। এর উপর আরো চেপে ধরেছে দ্বিপক হুদার উইকেট। মাত্র ১ রানে বিদায় নিয়েছেন তিনি। তবে সেখান থেকে উদ্ধার করেন সাকিব আল হাসান ও কেন উইলিয়ামসন। সেই জুটি ভাঙ্গে ৭১ রানে। ফিরে যান সাকিব। ২৪ রানে বিদায় নেন তিনি। তবে ৮৪ রানের দারুণ ইনিংস খেলেন কেন উইলিয়ামসন। আর তার সাথে দারুণ ব্যাটিং করেন ইউসুফ পাঠান। তিনি খেলেন ২৭ বলে ৪৫ রানের ইনিংস। আর শেষের দিকে জয়ের পথে থাকলেও জয় মিলেনি তাদের। শেষদিকে রশিদ খান ৪ বলে ১৭ রানের ইনিংস।
এর আগে রাইডু ও রায়নার ব্যাটে ভর করে ১৮২ রানের বড় সংগ্রহ করে চেন্নাই।
এবিএন/মমিন/ জসিম