শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

আশাশুনিতে ভূ-গর্ভ থেকে বালু উত্তোলনের অভিযোগ

আশাশুনিতে ভূ-গর্ভ থেকে বালু উত্তোলনের অভিযোগ

আশাশুনি (সাতক্ষীরা), ২২ এপ্রিল, এবিনিউজ : আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে পুকুর, খাল, কিংবা সমতল ভূমির ভূ-গর্ভ থেকে বালু উত্তোলনের মহোৎসব শুরু হয়েছে। এর ক্ষতিকর দিক ও বৈধতা নিয়ে জনমনে প্রশ্নের শেষ নেই।

উপজেলার ১১ ইউনিয়নের প্রায় সকল এলাকায় ব্যক্তি পর্যায়ে পুকুর ভরাট, বসত বাড়ি ভরাট করে উচু করণ, এলজিইডি সড়ক নির্মানে, রাস্তার পাশের খালী জায়গা ভরাট করতে বিশেষ ম্যাশিনের সাহায্যে ভূ-গর্ভের বালু উত্তোলনের করে কাজে লাগানো হচ্ছে।

এসব কাজে পুকুর, খাল, বিল, অথবা মৎস্য ঘের থেকে কিংবা সমতল ভূমি থেকে ড্রেজার মেশিন দিয়ে উত্তোলন করা হচ্ছে বালু। এছাড়া আশাশুনির বেতনা নদীর উভয় পার্শে ড্রেজার মেশিন লাগিয়ে উত্তোলন করা হচ্ছে বালু।

যেখানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এ বলা হয়েছে সেতু, কালভার্ট, ড্যাম, ব্যারেজ, বাঁধ, সড়ক, মহাসড়ক, বন, রেললাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা হইলে, অথবা আবাসিক এলাকা হইতে সর্বনিম্ন ১ (এক) কিলোমিটার দূর থেকে বালু মহালের লিখিত অনুমতি ছাড়া কোন প্রকার বালু উত্তোলন করা যাবে না।

নদী বা পুকুরে পাম্প বা ড্রেজিং বা অন্য কোন মাধ্যমে ভূ-গর্ভস্থ বালু বা মাটি উত্তোলন করা যাইবে না। এআইন অমান্যকারীর বিরুদ্ধে জেল ও জরিমানার বিধান রয়েছে। কিন্তু এসকল আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে হরহামেশা ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করা হচ্ছে।

বালু উত্তোলনে কখনো গুরুত্বপূর্ণ সড়ক পার করতে পাইপের দু’পাশে মাটি কিংবা ইটের ব্যারিগেট দিয়ে চলাচলে বিঘ্নসৃষ্টি করা হচ্ছে। বালি উত্তোলনে জড়িত কয়েকজনের সাথে কথা বলে জানাগেছে, বালু উত্তোলন করতে এমন কোন আইন আছে তা তারা জানেন না।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনিন জানান, বিষয়টি আমার জানা নেই। তবে এদের বিরুদ্ধে অতিদ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

এবিএন/মুজিবুর রহমান/জসিম/নির্মল

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত