শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • অাশাশুনির প্রতাপনগরে চাকলার ভেঁড়ীবাধ ভেঙ্গে প্লাবনের আশঙ্কা!

অাশাশুনির প্রতাপনগরে চাকলার ভেঁড়ীবাধ ভেঙ্গে প্লাবনের আশঙ্কা!

অাশাশুনির প্রতাপনগরে চাকলার ভেঁড়ীবাধ ভেঙ্গে প্লাবনের আশঙ্কা!

আশাশুনি (সাতক্ষীরা), ২২ এপ্রিল, এবিনিউজ : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের চাকলায় পাউবো’র বেড়ী বাঁধ খুবই ঝুঁকিতে রয়েছে। যেকোন মুহুর্তে বাঁধ উপচে ও ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। এলাকার মানুষ চরম শঙ্কিত হয়ে আছে।

চাকলা সরকারী প্রাথমিক বিদ্যালয় সীমানা থেকে হাইলচর পযর্ন্ত প্রায় ১২ শত ফুটের মত পাউবো’র বেঁড়ীবাঁধটি খুবই জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ন। মাসের পর মাস বাঁধটি রক্ষার্থে কার্যকারী কোন সংস্কার করা হয়নি।

প্রতিনিয়ত বাঁধে প্রখর স্রোতের আঘাত ও প্রচন্ড জোয়ারের চাপ লেগে আছে। চলতি কাল বোশেখীর ঝড়ো হাওয়া ও বর্ষা মৌসুমের অধিকাংশ সময় ঝড়-বৃষ্টি ও অশান্ত তুফানের আঘাতে বেড়ীবাঁধটির বড় অংশ ভাংতে-ভাংতে নদীগর্ভে চলেগেছে। বর্তমানে অধিকাংশ স্থানে মাত্র ১ফুট, কোন স্থানে শুধুমাত্র সামান্য ওয়াপদার স্লাব অবশিষ্ট আছে। বিশাল পানি রাশির মাঝে সামান্য বাঁধের অংশ কতটুকু সময় টিকে থাকবে এনিয়ে জনমনে চরম শংসয় বিরাজ করছে।

প্রতিদিন নির্ঘূম রাত কাটাচ্ছে এলাকাবাসি। দুর্ঘটনা ঘটে গেলে কপোতাক্ষ নদের লোনা পানি প্রবেশ করে এলাকার মানুষের ফসলাদী, মৎস্য ঘের, হাঁস-মুরগী, গরু-ছাগল, স্কুল-কলেজ-মাদ্রাসা, মসজিদ, ব্যবসা প্রতিষ্ঠানসহ মানুষের যান-মালের ব্যাপক ক্ষতি সাধিত হবে। ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন ও ইউপি সদস্য গোলাম রসুল স্থানীয় সর্বস্তরের মানুষের সহযোগিতা নিয়ে এবং কর্মসুচির শ্রমিকদের দিয়ে বাঁধ রক্ষার সাময়িক কার্যক্রম শুরু কারেছেন।

সাবেক ইউপি সদস্য এস এম আব্দুর রউফ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ গ্রামবাসীদের নিয়ে অর্থদিয়ে ও স্বেচ্ছাশ্রমে কয়েক দিন ধরে বাঁধটি মেরামত এবং সংস্কার করে প্লাবিত হওয়ার হাত থেকে রক্ষার কাজ চালিয়ে যাচ্ছে বলে যানাগেছে।

এবিএন/মুজিবুর রহমান/জসিম/নির্মল

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত