
গোদাগাড়ী (রাজশাহী), ২২ এপ্রিল, এবিনিউজ : জানবে বিশ্ব জানবে দেশ, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রবিবার গোদাগাড়ীতে কারিতাস বাংলাদেশ, রাজশাহী অঞ্চল কর্তৃক বাস্তবায়িত জলবায়ু সহনশীল কৃষি প্রকল্পের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত হয়েছে।
জয়রামপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রকল্পের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা তাইবুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফল হক, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলমগীর কবীর, বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট ইউপি সদস্যগণ, প্রকল্পের মাঠ কর্মকর্তা আমিনুল ইসলাম, সোলার ইঞ্জিনিয়ার, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রকল্পের কর্মীবৃন্দ।
এ উপলক্ষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। র্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ হতে শুরু হয়ে জয়রামপুর জামে মসজিদ মোড় প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে আলোচনায় বক্তারা বলেন বাংলাদেশ একটি দুর্যোগ ঝুঁকিপ্রবণ দেশ। যদিও প্রাকৃতিক দুর্যোগ বন্ধ করা সম্ভব নয় তবে দুর্যোগ পূর্ব প্রস্তুতি ও সঠিক পরিকল্পনা থাকলে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
আলোচনায় জলবায়ু পরিবর্তন বিষয়ক সাধারণ ধারনা, এলাকা ভিত্তিক জলবায়ু পরিবর্তনের প্রভাব, জলবায়ু পরিবর্তন ও অভিযোজনকল্পে ছাত্র/ছাত্রীদের ভূমিকা ইত্যাদি বিষয় উঠে আসে।
আলোচনা শেষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মাঝে মূল্যবান কাগজপত্র সংরক্ষণের জন্য একটি করে প্লাস্টিক ফাইল বিতরণ করা হয়।
এবিএন/বাবু/জসিম/নির্মল