![পিরোজপুরে পুলিশের কাছে মাদকসেবী ও ব্যবসায়ীদের আত্মসমর্পণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/22/pieojpur-abnews_01_136456.jpg)
পিরোজপুর, ২২ এপ্রিল, এবিনিউজ : ‘আলোর পথের নতুন যাত্রায় স্বাগতম’- শ্লোগানকে সামনে রেখে পিরোজপুর জেলা পুলিশ সুপারের কাছে ২৬ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবী আত্মসমর্পণ করেছে।
আজ রবিবার দুপুরে এ উপলক্ষে জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে জেলা পুলিশের আয়োজনে এক মতবিনিময় সভায় এ ২৬ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবী আত্মসমর্পণ করেন।
এ সময় পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির তাদের মাদকের অন্ধকার জগতে থেকে ফিরে আসায় ফুলেল শুভেচ্ছা জানান।
পরে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, অতিরিক্ত পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ।
এ সময় বক্তারা বলেন, পুলিশ সমাজ থেকে মাদক নির্মূল করতে কাজ করে যাচ্ছে। সমাজের সকল স্থান থেকে মাদক কে না বলতে হবে। মাদক একটি জাতি, একটি সমাজ ও একটি মানুষের জিবনকে শেষ করে দিতে পারে। তাই মাদকসেবন বা বিক্রয় থেকে সকলকে ফিরে আসতে হবে।
পুলিশ প্রশাসন তাদের এই অন্ধকার জগৎ থেকে আলোর পথে ফিরিয়ে আনতে কাজ করছে। মাকদসেবী ও বিক্রেতারা যদি এতেও এ পথ থেকে না আসে তাহলে পুলিশ কঠোর হস্তে তা নির্মূল করবে।
এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/নির্মল