বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

আমরা চাই মাশরাফি টি-টোয়েন্টিতে ফিরে আসুক: নান্নু

আমরা চাই মাশরাফি টি-টোয়েন্টিতে ফিরে আসুক: নান্নু

ঢাকা, ২২ এপ্রিল, এবিনিউজ : মাশরাফি’র টি-টোয়েন্টি থেকে অবসরের দিন অঝোরে কেঁদেছিলেন তার ভক্ত-সতীর্থরা। কিন্তু ৩৪ বছর বয়সী মাশরাফি শেষ পর্যন্ত তার কথায় অবিচল। টি-টোয়েন্টি দলে না ফেরার পেছনে নিশ্চয় ক্ষোভও ছিল।

মাশরাফি অনন্য এখানেই। গত মার্চে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত তিন জাতির নিদাহাস ট্রফিতেও তাকে দলে ফেরার অনুরোধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন। কিন্তু মাশরাফির ইচ্ছা টেস্ট, টি-টোয়েন্টি নয়।

আজ রবিবার জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, সে যদি টেস্টে ফিরতে চায় ফিরুক। এটা সম্পুর্ণ তার আর বোর্ডের ব্যাপার। বিসিবি যেভাবে বলবে ওভাবেই হবে।

এই প্রধান নির্বাচক আবারও মনে করিয়ে দেন টেস্টের মাশরাফির চেয়েও টি-টোয়েন্টির মাশরাফিকেই বেশি দরকার এখন।

তিনি বলেন, আমরা এখনো চাই মাশরাফি টি-টোয়েন্টি দলে ফিরে আসুক। সে ফিরলে দল পরিপূর্ণতা পাবে। মাশরাফি সর্বশেষ টেস্ট খেলেন ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। সেই সফরে চোটে পড়ে আর ফেরা হয়নি টেস্টে। বলা যায় ক্রিকেটের লঙ্গার ভার্সন থেকে অলিখিত অবসরই নিয়ে নিয়েছেন ম্যাশ।

এবিএন/মমিন/ জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত