বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • জাতীয়
  • পল্টনে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

পল্টনে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

পল্টনে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ঢাকা, ২৩ এপ্রিল, এবিনিউজ : রাজধানীর পল্টন এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৭ যাত্রী।

আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে সুপ্রভাত ও বেস্ট ট্রান্সপোর্টের দুই বাসের ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত মিজান গাজী (৪১) দুর্ঘটনাকবলিত দুই বাসের একটির চালক। স্ত্রী-সন্তান নিয়ে বাসাবো এলাকায় ভাড়া থাকতেন তিনি।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যান।

ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, স্থানীয়রা ৮ জনকে হাসপাতালে নিয়ে এসেছিল। দায়িত্বরত চিকিৎসক তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেন।

এবিএন/সাদিক/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত