![লাকাজেতের জোড়া গোলে আর্সেনালের জয়](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/23/arsenal_136472.jpg)
ঢাকা, ২৩ এপ্রিল, এবিনিউজ : ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কাছে ফের পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে গিয়েছিল আর্সেনাল। আলেকসঁদ লাকাজেতের জোড়া গোলে শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্সেন ভেঙ্গারের দল।
এমিরেটস স্টেডিয়ামে রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে গোলশূন্য প্রথমার্ধের পর ৫১তম মিনিটে নাচো মনরিলের গোলে এগিয়ে যায় আর্সেনাল। গ্রানিত জাকার কর্নারে ফাঁকায় বল পেয়ে ভলিতে গোলরক্ষককে পরাস্ত করেন স্প্যানিশ ডিফেন্ডার।
৬৪তম মিনিটে ম্যাচে সমতা টানে অতিথিরা। বাঁ-দিক থেকে কোনাকুনি শটে গোলটি করেন অস্ট্রিয়ার মার্কো আর্নাউতোভিচ। তবে শেষ ১০ মিনিটে দুর্দান্ত খেলা স্বাগতিকদের সামনে প্রতিরোধ ধরে রাখতে পারেনি তারা।
৮২তম মিনিটে বাঁ-দিক থেকে ওয়েলসের মিডফিল্ডার অ্যারন র্যামসির ক্রস এক ড্রপে জড়ায় জালে। ৪ মিনিট পর ডান দিক থেকে লাকাজেতের শট এক জনের পায়ে লেগে ঠিকানা খুঁজে নেয়। ৮৯তম মিনিটে বাঁ-দিক থেকে র্যামসির বাড়ানো বল ডি-বক্সের মাঝ বরাবর পেয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন ফরাসি এ ফরোয়ার্ড।
৩৪ ম্যাচে ১৭ জয় ও ৬ ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে আর্সেনাল।
এবিএন/সাদিক/জসিম