![এফএ কাপের ফাইনালে চেলসি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/23/chelsea-2_136473.jpg)
ঢাকা, ২৩ এপ্রিল, এবিনিউজ : অলিভিয়ে জিরুদ ও আলভারো মোরাতার গোলে সাউথ্যাম্পটনকে হারিয়ে এফএ কাপের ফাইনালে উঠেছে গতবারের রানার্সআপ চেলসি। ম্যাচটি ২-০ গোলে জিতেছে আন্তোনিও কোন্তের দল।
রাববার ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে প্রতিপক্ষের রক্ষণে একচেটিয়া চাপ ধরে রেখেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি চেলসি। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে অবশেষে সাফল্য ধরা দেয়। দারুণ নৈপুণ্যে দলকে এগিয়ে দেন অলিভিয়ে জিরুদ।
সেস ফাব্রেগাসের উঁচু করে বাড়ানো বল ডি-বক্সের মুখে লাফিয়ে ডান পায়ে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ-পায়ে সামনে বাড়ান এডেন হ্যাজার্ড। দুই ডিফেন্ডারের মধ্যে বল ধরে দুই পা এগিয়ে আরেকজনকে কাটিয়ে ডান পায়ের টোকায় জালে পাঠান জানুয়ারিতে আর্সেনাল থেকে আসা ফরাসি স্ট্রাইকার জিরুদ।
৮২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোরাতা। ডান দিক থেকে স্বদেশি ডিফেন্ডার সেসার আসপিলিকুয়েতার দারুণে ক্রসে হেডে গোলরক্ষককে পরাস্ত করেন স্প্যানিশ এ ফরোয়ার্ড।
আগামী ১৯ মে লন্ডনের এ মাঠেই হতে যাওয়া ফাইনালে ম্যানইউর মুখোমুখি হবে চেলসি।
এবিএন/সাদিক/জসিম