ঢাকা, ২৩ এপ্রিল, এবিনিউজ : লিগ ওয়ানের শিরোপা আগেই ঘরে তোলা পিএসজি বোর্দোর বিপক্ষে ১-০ গোলের কষ্টের জয় পেয়েছে।
রবিবার রাতে প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি পিএসজি। দ্বিতীয়ার্ধের শুরুতে হাভিয়ের পাস্তোরের বাড়ানো ক্রস থেকে পাওয়া বল এদিনসন কাভানি জালে জড়ালেও অফসাইডের কারণে গোল হয়নি।
৭৭তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় পিএসজি। কর্নারের পর কাভানি হয়ে বল পেয়ে যান জিওভানি লো সেলসো। ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টিনার এই মিডফিল্ডার।
এবিএন/সাদিক/জসিম