![জগন্নাথপুরে ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/23/sova_abnews_136481.jpg)
জগন্নাথপুর (সুনামগঞ্জ), ২৩ এপ্রিল, এবিনিউজ : জগন্নাথপুর থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর সভাপতিত্বে ও এস আই সাইফুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট রেঞ্জ এর অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার বরকতুল্লাহ খান, সুনামগঞ্জ জেলা আ.লীগের সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আবদুল মনাফ, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।
বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, আনহার মিয়া মেম্বার, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, পৌর কাউন্সিলর তাজিবুর রহমান, দিলোয়ার হোসেন, উপজেলার পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, পাইলগাও ইউপি চেয়ারম্যান মখলুছ মিয়া, সাবেক চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, সাংবাদিক সানোয়ার হাসান সুনু, আবদুল হাই, মো. শাহজাহান মিয়া, উপজেলার পাটলি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান আরশ মিয়া, মিরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জমির উদ্দিন, আশারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইয়ূব খান, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, বাজার সেক্রেটারি জাহির উদ্দিন, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, কলকলিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক দিপক কান্তি দে দিপাল, আশারকান্দি ইউনিয়ন আ.লীগের সভাপতি আজাদ আলী কবেরী, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, সুনামগঞ্জ জেলা যুবলীগ নেতা আলাল হোসেন রানা।
আরো উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, পৌর আ.লীগের সহ-দপ্তর সম্পাদক মামুন আহমদ, চিলাইড়া-হলদিপুর ইউনিয়নের ইউপি সদস্য জুয়েল মিয়া, জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম, এসআই হাবিবুর রহমান, লুৎফুর রহমান, গোলাম মুর্শেদ ফাত্তাহ চৌধুরী, কবির উদ্দিন, সাইফুর রহমান, হাবিব-২, এএসআই শাহ জামাল, সাদেকুর রহমান, শাহিন চৌধুরী, ফিরোজ মিয়া, আবুল হোসেন, মোশাহিদ মিয়া, আফছার আহমদ, প্রণয় নালসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আনোয়ার হোসেন এবং পরে জগন্নাথপুর থানা পুলিশকে একটি স্ফীডবোর্ড অনুদান দেন পাইলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আপ্তাব উদ্দিন।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার জনতাকে উদ্দেশ্য করে বলেন, আপনারা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলবে।
এবিএন/রিয়াজ রহমান/জসিম/এমসি