শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ফুলবাড়ীতে ডাক্তারকে লাঞ্চিত করলেন ডাক্তার

ফুলবাড়ীতে ডাক্তারকে লাঞ্চিত করলেন ডাক্তার

ফুলবাড়ী (কুড়িগ্রাম), ২৩ এপ্রিল, এবিনিউজ : কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে (ইউএইচএফপিও) তারই অধীনস্থ সহকারী সার্জন লাঞ্চিত করে জীবন নাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল রবিবার দুপুর আড়াই টায় এ ঘটনা ঘটেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ইউএইচএফপিও ফুলবাড়ী থানায় সাধারন ডায়েরী করার প্রস্তÍুতি নিচ্ছিলেন।

ডা. মেশকাতুল আবেদের লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিমুলবাড়ী ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের সহকারী সার্জন ডা. মো. রাজিবুর রহমান (৩৫) দীর্ঘদিন ধরে তার কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। গত ১২ এপ্রিল তিনি ডা.রাজিবুরের কাছে অনুপস্থিত থাকার বিষয়ে মোবাইলে জানতে চান।

দুপুর আড়াই টায় সহকারী সার্জন ডা.রাজীবুর রহমান দীর্ঘদিন পর তার কর্মস্থল ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে ইউএইচএফপিও নিজ কক্ষে সার্জন রাজিবুরকে ডেকে বিগত দিনে কর্মস্থলে অনুপস্থিত থাকা ও মোবাইলে হুমকি দেয়ার কারণ জানতে চান। এতে উত্তেজিত হয়ে অফিস কক্ষের বাইরে এসে ডা.রাজিবুর ইট নিয়ে গিয়ে ডা.মেশকাতুল আবেদকে নিক্ষেপ করেন এবং জীবন নাশের হুমকি দিতে থাকেন। ইট নিক্ষেপ লক্ষ্যভ্রষ্ট হওয়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

অফিস সহায়ক মতিয়ার রাহমান জানান, ইট নিক্ষেপের সময় আমি দরজা বন্ধ না করলে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারত।

অফিস সহকারী আজিজুর রহমান জানান, অমানবিক এই ঘটনাটি আকস্মিকভাবে ঘটেছে। তারা বিষয়টিতে লজ্জিত হয়েছেন।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা.মেশকাতুল আবেদ জানান, তার বক্তব্য নিয়ে তিনি সাধারণ ডায়েরির প্রস্তÍুতি নিচ্ছেন। ডা. রাজিবুবের বিরুদ্ধে পরবর্তী আইনী ব্যবস্থা নেয়া হবে।

সহকারী সার্জন ডা.রাজিবুর রহমান এ প্রসঙ্গে ঘটনার বিষয় অস্বীকার করে জানান, ইউএইচএফপিও তার কাছে টাকা চেয়ে না পেয়ে তার বিরুদ্ধে এরকম অভিযোগ করছেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রূহানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পেয়েছি। অভিযোগটি জিডি হিসাবে লিপিবদ্ধ করা হবে।

এবিএন/বিশ্বনাথ রায়/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত