![সোনাগাজীতে বিশ দিনে আট ডাকাতি: জনমনে আতংক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/23/dakati-durdhorsho@abnews_136486.jpg)
সোনাগাজী(ফেনী) , ২৩ এপ্রিল, এবিনিউজ : ফেনীর উপকুলীয় সোনাগাজীতে একের পর এক ডাকাতির ঘটনায় সমগ্র উপজেলার জনসাধারনের মাঝে চরম আতংক বিরাজ করছে।চলিত মাসের বিশ দিনের মধ্যে ডাকাতির ঘটনা ঘটেছে আটটি।পুলিশ স্থানীয় জনসাধারনকে অভয় দিলেও আতংক কিছুতেই কাটছেনা।
সবশেষে ২১ এপ্রিল দিবাগত রাতে উপজেলার মঙ্গলকান্দি ইউপির উত্তর মঙ্গলকান্দি গ্রামের মোমিন ড্রাইভারের বাড়ী ও সমপুর গ্রামের সবজি ব্যাবসায়ী এনামের বাড়ীতে ১০/১৫ জনের ডাকাত হানা দিয়ে ৬ ভরি স্বর্নালংকার,নগদ ৫২ হাজার টাকা ও মুল্যবান মালামাল লুটপাট করে। ডাকাত দলের হামলায় মমিন ড্রাইভারের স্ত্রী গুরতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এর পূর্বে ১৫ এপ্রিল সোমবার দিবাগত রাতে চরছান্দিয়া ইউপির ৬ নং ওয়ার্ডের ভুঞাবাজার সংলগ্ন রুহুল আমিনের নতুন বাড়ীতে ৮/৯ জনের ডাকাত দল হানা দিয়ে ১০ ভরি স্বর্নালংকার, নগদ ৭০ হাজার টাকা ও মুল্যাবান মালামাল লুটপাট শেষে এক নারীসহ ৪ জনকে কুপিয়ে আহত করে।আহতদের মধ্যে বেলাল ও দুলাল নামে দুই সহোদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে বাড়ীতে ফিরেছেন।
একই রাতে ওলামাবাজার সংলগ্ন ফকির বাড়ীতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যাবসায়ী সলিম উল্যাহ সেলিমের বাড়ীতে ডাকাতি সংঘঠিত হয়। ডাকাতেরা ১৫ ভরি স্বর্নালংকার,নগদ ১ লক্ষ ৭০ হাজার টাকা ও মুল্যবান মালামাল লুট করে।
এর আগে গত ৫ এপ্রিল দিবাগত রাতে নবাবপুর ইউপির সুলতানপুর গ্রামে দুইটি বাড়ীতে ডাকাতির ঘটনায় ডাকাতদল ১৮ ভরি স্বর্নালংকার, দেড় লক্ষ টাকা,মুল্যবান মালামাল ও ৮ এপ্রিল নাজিরপুর গ্রামে ৩টি বাড়ীতে ডাকাতির ঘঠনায় ডকাত দল ২৫ ভরি স্বর্নালংকার,নগদ সাড়ে চার লক্ষ টাকা ও মুল্যবান মালামাল লুট করে।
প্রতিটি ঘটনায় সশস্ত্র ডাকাত দল ঢুকেছে দরজা ভেঙ্গে।এসব ঘটনায় ডাকাতরা প্রায় ৭৪ ভরি স্বর্নালংকারসহ ৩০ লক্ষ টাকার মালামাল লুট করে। স্থানীয়রা জানিয়েছে আশেপাশের এলাকার ডাকাতরা স্থানীয় ডাকাতদের সহযোগীতায় ডাকাতি করছে।
সোনাগাজী মড়েল থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানিয়েছে, ভৌগলিক কারনে এলাকাটি ডাকাত প্রবন এলাকা হিসেবে পরিচিত।স্থানীয়দের সাথে নিয়ে ডাকাতি নিয়ন্ত্রনের চেষ্টা চলছে।
তিনি আরও জানান,ডাকাতরা কিন্তু পুলিশের গতিবিধি পর্যবেক্ষন করে বাড়ীতে ঢুকে।আমরা জনগনকে সাথে নিয়ে ডাকাতি নিয়ন্ত্রনের চেষ্টা করছি।
গত বিশ দিনে আটাট ডাকাতির ঘটনায় সোনাগাজী মডেল থানায় চারটি ঘটনা উল্লেখ করে গন ডাকাতির মামলা হয়েছে ২টি।নবাবপুর ইউপিতে ডাকাতির ঘটনায় সন্দেহভাজন ডাকাত আব্দুল কাদের পুলিশের সাথে কথিত বন্দুক যুদ্ধে পায়ে গুলিবিদ্ধ হয়ে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।চরছান্দিয়া ইউপিতে ডাকাতির ঘটনায় ডাকাত সর্দার গাজী মিলন ও রায়হান ডাকাতকে পুলিশ গ্রেফতার করেছে।তবে এ পর্যন্ত আটটি ডাকাতির ঘটনায় পুলিশ লুন্ঠিত কোন মালামাল উদ্ধার করতে পারেনি।
উপকুলীয় উপজেলাটিতে জলদস্যুরা নীরব থাকলেও ডাঙ্গার ডাকাতরা সরব হয়ে উঠেছে।
স্থানীয়রা বলছে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা,সামাজিক অবক্ষয় ও মাদক ব্যাবসায়ীদের গোপন চক্রান্তে সোনাগাজীতে সিরজি ডাকাতির ঘটনা ঘটছে।ডাকাত আতংকে স্থানীয়রা চরম আতংকে থাকলেও তাহা নিরশনে যথাযথ প্রশাসনিক প্রদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছেন।এত আতংকের পরও ডাকাতরা এত নিরাপদে কেন এ প্রশ্ন এখন স্থানীয়দের।
এবিএন/ আবুল হোসেন রিপন/জসিম/নির্ঝর