বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে

ভূঞাপুর গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা

ভূঞাপুর গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা

ভূঞাপুর (টাঙ্গাইল), ২৩ এপ্রিল, এবিনিউজ : "মাদক ও জঙ্গী রোধ করি সুস্থ ও নিরাপদ আগামী গড়ি" এ স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ সোমবার সকালে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ে মাদক, জঙ্গী, ইভটিজিং, বাল্য বিবাহ, সাইবার, ট্রাফিক আইন ও সামাজিক মূল্যবোধের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কালিহাতী সার্কেল অফিস এ আলোচনা সভার আয়োজন করে। এতে কালিহাতী সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো.মাসুদুর রহমান মনির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দ্যশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভূঞাপু থানা অফিসার ইনচার্জ মো.আব্দুস ছালাম মিয়া, গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মোহাম্মদ আলী, এস আই হারুন অর রশিদ, এসআই আব্দুর রহিম, গোবিন্দাসী নৌঁ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.শরিফুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার কমিশন ভূঞাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শিক্ষক কামাল হোসেন, আকরাম হোসেন, সুরুজ্জামান, খন্দকার আশরাফ আলী, মো.মিজানুর রহমান প্রমুখ।

এবিএন/কামাল হোসেন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত