শেরপুর (বগুড়া), ২৩ এপ্রিল এবিনিউজ: ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের ধরমোকাম (হোটেল খামখেয়ালী) এলাকায় ঢাকাগামী পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় এবার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল সুমি (৮) নামে এক শিশুর হাত।
এসময় ডান হাতের তিনটি আংগুল ভেঙে যাওয়ার পাশাপাশি কেটে গেছে মুখমন্ডল। শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য (শজিমেক) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসি সুত্রে জানা যায়, গত রোববার দুপুর দেড় টায় ঢাকা-বগুড়া মহাসড়কের ধরমোকাম হোটেল খামখেযালীর সামনে এই দূর্ঘটনাটি ঘটেছে। সে উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের ফুলতলা দক্ষিণপাড়ার ভ্যান চালক দুলাল খার মেয়ে।
জানা যায়, দুপুরে দিকে পিতার সাথে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াতে যাবার জন্য উক্ত স্থানে পৌঁছানোর পর রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি পাথর বোঝাই ট্রাক (যার নং ঢাকা মেট্রো-ট-১৩-১২০৫) সুমিকে ধাক্কা দিলে একটি হাত কনুইয়ের ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় ডান হাতের তিনটি আংগুল ভেঙে যাওয়ার পাশাপাশি কেটে গেছে মুখমন্ডল। ট্রাকটি আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে ড্রাইভার ও হেলাপারকে আটক করতে পারেনি পুলিশ।
এ ব্যাপারে শেরপুর থানার এসআই পুতুল মোহন্ত জানান, গুরুতর আহত অবস্থায় মেয়েটিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
এবিএন/শহিদুল ইসলাম শাওন/জসিম/তোহা