
ফুলবাড়ী (দিনাজপুর), ২৩ এপ্রিল, এবিনিউজ : দিনাজুরের ফুলবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ দিবস পালনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।
আজ সোমবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ দিবস পালনে র্যালীটি শহর প্রদক্ষিণ করে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো ‘‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন”।
র্যালী শেষে উপজেলা স্বাস্থ্য বিভাগের সভাকক্ষে জাতীয় পুষ্টি সপ্তাহ দিবস পালনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিপার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুস সালাম চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. মোঃ নুরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ ইসমাইল হোসেন, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার গুপ্ত। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) এর মোঃ সাইফুল ইসলাম, আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা, কর্মচারী, এনজিও কর্মী, স্বাস্থ্য বিভাগের সেবিকা এবং ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সাংবাদিকগণ। আয়োজনে ছিলেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।
এবিএন/মোঃ আফজাল হোসেন/জসিম/নির্ঝর