বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
চকরিয়ায় জেলা প্রশাসক কামাল হোসেন

‘জন্মনিবন্ধন সনদ প্রদান অচিরেই শুরু’

‘জন্মনিবন্ধন সনদ প্রদান অচিরেই শুরু’

চকরিয়া (কক্সবাজার), ২৩ এপ্রিল, এবিনিউজ : রোহিঙ্গা অনুপ্রবেশের কারণে দীর্ঘদিন বন্ধ থাকা জন্মনিবন্ধন সনদ প্রদান অচিরেই শুরু হবে। নির্মিতব্য রেল লাইনের জন্য অধিগ্রহণ করা জমির মালিকরা যথাসময়ে ধার্যকৃতমুল্য পাবে।

চকরিয়ার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নির্মাণ বন্ধ ছিল কেন তা তদন্ত করে জানাতে চকরিয়ার ইউএনওকে দায়িত্ব দেয়া হয়েছে। হারবাং পুলিশ ফাঁড়ি নিজস্ব জমিতে নির্মাণ ও মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রকে থানা হিসেবে রুপান্তরে উদ্যোগ নেয়া হবে।

আজ সোমবার দুপুরে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তন মোহানায় কক্সবাজার জেলার নবাগত জেলা প্রশাসক মো.কামাল হোসেন’র সাথে মতবিনিময়কালে বিভিন্ন জনের প্রশ্নত্তোরে উপরোক্ত আশ্বাস দেন জেলা প্রশাসক।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সাথে মতবিনিময় সভায় স্থানীয় সমস্য তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম, চকরিয়া পৌরসভার মেয়র মো. আলমগীর চৌধুরী, চকরিয়া সার্কেলের সিনিয়র পুলিশ সুপার কাজী মতিউল ইসলাম, চকরিয়া থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান গিয়াসউদ্দিন চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম আজাদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম বুলবুল, চকরিয়া উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি এমআর মাহমুদ, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, চকরিয়া কলেজের অধ্যক্ষ আকম গিয়াস উদ্দিন, মুক্তিযোদ্ধা হাজী আবু মো.বশিরুল আলম, ক্রেল এর কর্মকর্তা আবদুল কাইয়ুম প্রমুখ।

পরে জেলা প্রশাসক মো.কামাল হোসেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চকরিয়া অফিস কর্তৃক কৃষকদের মাঝে চারটি ধান কাটার রিপ মেশিন বিতরণ এবং সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বিধবা ভাতা ও ভুমিহীনদের মাঝে খাস জমির দলিল ও খতিয়ান প্রদান বিতরণ করেন।

এদিন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার নবাগত জেলা প্রশাসক মো.কামাল হোসেনকে ক্রেস্ট প্রদান করা হয়।

এবিএন/মুকুল কান্তি দাশ/জসিম/নির্মল

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত