বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • পিরোজপুরে ধর্ষণ করতে গিয়ে ব্যবসায়ীর লিঙ্গ কর্তন

পিরোজপুরে ধর্ষণ করতে গিয়ে ব্যবসায়ীর লিঙ্গ কর্তন

পিরোজপুরে ধর্ষণ করতে গিয়ে ব্যবসায়ীর লিঙ্গ কর্তন

পিরোজপুর, ২৩ এপ্রিল এবিনিউজ: পিরোজপুরের নেছারাবাদে দিনমজুরের স্ত্রীর সাথে জোরপূর্বক পরকীয়া করতে গিয়ে লিঙ্গ কর্তন হলো মাহফুজুল হক(৪০) নামে এক ব্যবসায়ীর। গত শনিবার রাতে উপজেলার বলদিয়া ইউনিয়নের জীলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। পরকীয়ায় অভিযুক্ত মাহফুজুলের অবস্থা বেগতিক দেখে স্থানীয়রা গঠনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।

মাহফুজুল পাশ্ববর্তী দক্ষিণ বিন্না গ্রামের আজিজুল হকের ছেলে। ওই দিনমজুরের স্ত্রী খাদিজা বেগম(৩৩) এ রিপোর্ট লেখা আগ পর্যন্ত পুলিশ হেফাজতে রয়েছে। নেছারাবাদ থানার ওসি(তদন্ত) মো. শহিদুল ইসলাম বলেন, এঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন চলছে।

ওয়ার্ডের ইউপি সদস্য মো. সুমনসহ স্থানীয়রা জানান, অভিযুক্ত মাহফুজুল গ্রামের একজন প্রতিষ্ঠিত গাছ ব্যবসায়ী। সে গ্রামে ঘুরে ঘুরে গাছ কিনে বেড়াত। সম্প্রতি ওই ব্যবসায়ী খাদিজার বাড়ী এলাকায় গাছ কিনেছিল। খাদিজার কাছে গাছের জ্বালানি বেচার কথা বলে তার ফোন নাম্বার নেয়। এর পর তাকে (খাদিজাকে) ফোনে দীর্ঘদিন যাবত কুপ্রস্তাব দিয়ে আসছিল।

তারই ধারাবাহিকতায় গত শনিবার রাতে খাদিজার স্বামীর অবর্তমানে বাড়িতে ডুকে খাদিজাকে জোড়পূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। খাদিজা কৌশলে ঘরে থাকা ধারালো ব্লেড দিয়ে মাহফুজুলের লিঙ্গ কর্তন করে দেয়।

হাসপাতালের ডাক্তার মো. আসাদুজ্জামান বলেন, ধারালো ব্লেডের আঘাতে ওই লোকের লিঙ্গের আংশিক কর্তন হয়েছে। অব্যাহত ব্লেডিংসহ অবস্থা খারাপ দেখে বরিশাল রেফার্ড করা হয়েছে।

এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত