রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • সুন্দরগঞ্জে আরও ২৪৬টি পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত

সুন্দরগঞ্জে আরও ২৪৬টি পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত

সুন্দরগঞ্জে আরও ২৪৬টি পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত

সুন্দরগঞ্জ, ২৩ এপ্রিল, এবিনিউজ : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চল পশ্চিম ছাপড়হাটী ডাংহাট গ্রামে নতুন করে আরও ২’শ ৪৬টি পরিবারে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন ২৯, গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

আজ সোমবার দুপুরে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটী ডাংহাট গ্রামে ২’শ ৪৬টি পরিবারের বিদ্যুৎ সংযোগ উপলক্ষে এক আলোচনা সভা ইউনিয়ন জাপা সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, পল্লী বিদ্যুৎ সুন্দরগঞ্জ জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী সোলায়মান সরকার ও ইউপি চেয়ারম্যান কনক কুমার গোস্বামী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাপার যুগ্ম সম্পাদক এটিএম এনামুল হক মন্টু, দপ্তর সম্পাদক রাকিব মোঃ হাদিউল ইসলাম, ধোপাডাঙ্গা ইউনিয়ন জাপার সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুব আলম শাহীন, বামনডাঙ্গা ইউনিয়ন জাপা সম্পাদক ইসমাইল হোসেন মুক্তি, ছাপড়হাটী ইউপির সাবেক চেয়ারম্যান ইয়াসিন আলী সরকার, জাপা নেতা আব্দুল মজিদ সরকার প্রমুখ।

পরে প্রধান অতিথি সুইচ টিপে ২.৩৬ কিলোমিটার দীর্ঘ বিদ্যুৎ সঞ্চালন লাইনের উদ্বোধন করেন। এতে ব্যয় হয়েছে ২২ লাখ ৩৬ হাজার টাকা। ফলে এলাকার আরও ২’শ ৪৬ পরিবার নতুন করে বিদ্যুতের আলোয় আলোকিত হল।

এবিএন/ শাহ মোঃ রেদওয়ানুর রহমান/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত