শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
নদীতে বালু-পাথর উত্তোলন বন্ধ না রাখায়

সুনামগঞ্জে শ্রমিক সংকটে ১০ হাওরের কৃষক

সুনামগঞ্জে শ্রমিক সংকটে ১০ হাওরের কৃষক

সুনামগঞ্জ, ২৩ এপ্রিল এবিনিউজ: সরকারি নির্দেশনা উপেক্ষা করে সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলাধীন ধোপাজান নদীতে বালু ও পাথর উত্তোলন বন্ধ না করার ফলে শ্রমিক সংকটে ভুগছে উপজেলার প্রায় ১০ টি হাওরের কৃষকেরা। জানাযায়, চলতি মৌসমে বোর ফসল ঘরে তোলার লক্ষে জেলার বিভিন্ন বালু মহালে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক। কিন্তু সেই নির্দেশনা অমান্য করে ধোপাজান নদীতে বালু-পাথর উত্তোলন অব্যাহত রেখেছে।

ফলে দেখার হাওর, কাংলার হাওর, করচার হাওর, ডাকুয়ার হাওর, জোয়ালভাঙ্গার হাওরসহ ছোট বড় প্রায় ১০ টি হাওরে ধান কাটার শ্রমিক সংকট দেখা দিয়েছে। সদর উপজেলার জোয়ালভাঙ্গা হাওরপাড়ের কৃষকেরা জানান, শ্রমিক সংকটের কারণে পাকা ধান কাটা যাচ্ছেনা। এলাকা শ্রমিকরা ধোপাজান নদীতে বালু-পাথর উত্তোলনের কাজে নিয়োজিত আছে। কৃষক শহিদুল ইসলাম জানান, গেল বছর ফসল পানির তলে গেছে। এ বছর ফলন ভাল,আবহাওয়াও অনুকুলে কিন্তু শ্রমিক না থাকায় ধান কাটা সম্ভব হচ্ছেনা।

ধোপাজান বালু-মহাল যদি সরকারি নির্দেশনা অনুযায়ী বন্ধ থাকে তাহলে শ্রমিক সংকট থাকবেনা। সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ সিংহ বলেন, বিষয়টি অবগত হয়েছি, নির্দেশনা অমান্য করে শ্রমিক দিয়ে বালু-পাথর উত্তোলন করে হাওরে শ্রমিক সংকট সৃষ্টি করার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত