বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • জাতীয়
  • রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসবেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসবেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসবেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ২৩ এপ্রিল, এবিনিউজ : রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আগামী মে মাসে বাংলাদেশ সফরে আসবেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। আগামী ৫ ও ৬ মে বাংলাদেশে অনুষ্ঠেয় ও.আই.সি'র একটি অনুষ্ঠানেও যোগ দেয়ার কথা রয়েছে তার। কক্সবাজারে রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণে গেলেও মিয়ানমার সফরে যাবেন না ফ্রিল্যান্ড। গেল বছরের আগস্ট মাসে রাখাইনে নিরাপত্তা চৌকিতে হামলার অভিযোগে রোহিঙ্গাবিরোধী অভিযান শুরু করে মিয়ানমার সেবাহিনী।

নির্যাতনের হাত থেকে জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে ৭ লাখের বেশি রোহিঙ্গা। মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা ও ধর্ষণের অভিযোগ উঠলে আন্তর্জাতিক অঙ্গনে জোরালো ভূমিলা রাখে কানাডা। পরিস্থিতি পর্যবেক্ষণে মিয়ানমারে নিযুক্ত করে বিশেষ দূত।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত