![ভৈরবের সাংবাদিক মনসুর আর নেই](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/23/abnews24.bbbbbbbbbb_136537.jpg)
কিশোরগঞ্জ, ২৩ এপ্রিল এবিনিউজ: কিশোরগঞ্জের ভৈরব প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক কালের কণ্ঠ ও দেশ টিভির ভৈরব প্রতিনিধি আব্দুল্লাহ আল মনসুর আর নেই। তিনি আজ সোমবার সকাল ৮টায় ভৈরবের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা, দুই ভাই, তিন বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আসরের নামাজের পর ভৈরব কে.বি. পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পৌর কবরস্থানে তাকে দাফন করা হবে। তিনি ভৈরব প্রেস ক্লাবের পরপর দুইবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ভৈরব উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ও ভৈরব উপজেলা ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
তিনি দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন। ভারত ও ঢাকায় চিকিৎসা করার পরও অবস্থার কোন উন্নতি না হওয়ায় গত রবিবার তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছিল।
এবিএন/শাফায়েতুল ইসলাম/জসিম/তোহা