![দুর্গাপুরে বক্সকালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/23/abnews24.bbbbbbbbbbbbb_136541.jpg)
দুর্গাপুর (নেত্রকোনা), ২৩ এপ্রিল, এবিনিউজ: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সাধারণ মানুষের প্রানের দাবী দুর্গাপুর-শ্যামগঞ্জ রাস্তার নির্মাণকাজের মধ্যে বিভিন্ন স্থানে নির্মিত বক্সকালভার্ট গুলো নির্মানে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
রাস্তার কাজ টেকসই ও স্থায়িত্বের লক্ষে সড়ক ও জনপথ বিভাগ বিভিন্ন স্থানে বক্সকালভার্ট নির্মাণের প্রকল্প অনুমোদন করে কাজ শুরু করলেও কাজের মান নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। স্থানীয় সার্বজনীন নাগরিক কমিটি সোমবার দুপুরে এর জোরালো দাবী জানিয়ে সরেজমিনে কাজ পরিদর্শনে গিয়ে দেখেন, স্থানীয় শিমুলতলী বাজারের উত্তর পার্র্শ্বে বক্সকালভার্ট নির্মাণের কাজে বালি ফিলিং ও ইটের সলিং না করে কাঁদা মিশ্রিত বালির উপর সি.সি ঢালাই করা হয়েছে।
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী মি. বায়েজিত ও ঠিকাদার প্রতিষ্ঠানকে নির্মান কাজ বন্ধ রেখে সরেজমিনে তদন্ত শেষে নির্মান কাজ শতভাগ ভালো মানের করার নির্দেশ দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব এমদাদুল হক খান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ‘লীগ সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, সুজন সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম সহ বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দ।
এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/তোহা