শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

গাইবান্ধা, ২৩ এপ্রিল, এবিনিউজ: গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের লক্ষ্মীপুর-গাইবান্ধা সড়কের তুর্কা ব্রীজ এলাকায় মটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে চালক আতিউল ইসলাম (২৭) নিহত ও তার সাথে থাকা মাইদুল ইসলাম (৩৬) গুরুতর আহত হয়। নিহত আতিউল ইসলাম সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের হাটবামুনী গ্রামের মৃত নবেজ উদ্দিনের ছেলে এবং মাইদুল ইসলাম একই এলাকার মৃত সোলায়মান হোসেনের ছেলে।

পুলিশ জানায়, আজ সোমবার সকালে একটি মটর সাইকেলে আতিউল ইসলাম ও তার সঙ্গী মাইদুল ইসলাম কামারপাড়া হাটবামুনী বাড়ি যাচ্ছিল। তারা খোলাহাটি ইউনিয়নের লক্ষ্মীপুর-গাইবান্ধা সড়কের তুর্কা ব্রীজ এলাকায় পৌছিলে হঠাৎ মটর সাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই আতিউল নিহত এবং মাইদুল ইসলাম গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মাইদুল মারা যায়।

এবিএন/আরিফ উদ্দিন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত