
গাইবান্ধা, ২৩ এপ্রিল, এবিনিউজ: গাইবান্ধার সাদুল্লাপুরে ডা. আজাদ রওশন ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার দিনব্যাপি বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে স্থানীয় ভূক্তভোগিদের বিভিন্ন জটিলসহ নানা প্রাথমিক রোগ সমূহের চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়।
আগতদের সুস্থতায় পরামর্শসহ প্রাথমিক ওষুধ প্রদান করেন পলাশবাড়ী-সাদুল্লাপুর নির্বাচনী আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রখ্যাত অর্থোপেডিক সার্জন ডা. শাহ্ মোঃ ইয়াকুব-উল-আজাদ। এসময় গাইবান্ধা জেলা আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য সাবেক এমপি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, ইউপি আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ফারাজি, সাংগঠনিক সম্পাদক রোজেনুর তালুকদার, আওয়ামী লীগ নেতা আ. আজিজ, আব্দুস সোবহান, শহিদুল ইসলাম, ওয়াহেদুর রহমান চৌধুরী রোজ ও সোবল চন্দ্রসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ছাড়াও অত্রালাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
হাড়জোড়, পঙ্গু ও বাতরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ও সার্জন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক ডাইরেক্টর ডা. শাহ্ মো. ইয়াকুব-উল-আজাদের নেতৃত্বে চিকিৎসাসেবা প্রদান করেন পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর উপ-সহকারী মেডিকেল অফিসার (অবসরপ্রাপ্ত) ডা. সায়াদ মিয়া, যশোর থেকে আগত ডা. শঙ্কর মল্লিক ও ডাঃ বিশ্বজিৎ কুমার রায় ছাড়াও অন্যান্য চিকিৎসক ছাড়াও কর্মচারীবৃন্দ রোগীদের চিকিৎসাসেবাসহ প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান করেন।
ডা. আজাদ রওশন ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী-সাদুল্লাপুর উপজেলায় প্রতিটি ইউনিয়নে দীর্ঘদিন থেকে সুবিধাবঞ্চিত জনসাধরনের মাঝে ফ্রি চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধপত্র বিতরন ছাড়াও গণসংযোগের মাধ্যমে উঠান বৈঠক অব্যাহত চালিয়ে যাচ্ছেন।
এবিএন/আরিফ উদ্দিন/জসিম/তোহা