![তিতাসে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/23/abnews-24_136553.jpg)
তিতাস (কুমিল্লা), ২৩ এপ্রিল, এবিনিউজ: প্রতিদিন কর কিছু না কিছু শরীর চর্চা বা খেলাধুলা;তবেই শরীর হবে সুস্থ-সবল,আসবে মনে প্রফুল্লতা। এই শ্লোগানকে সামনে রেখে, আন্ত মন্ত্রনালয়ের সিদ্ধান্ত মোতাবেক ২৩-২৯এপ্রিল ২০১৮ সারাদেশে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে আজ সোমবার সকাল ১০.৩০মিনিটে স্বাস্থ্য কমপ্লেক্স হল রোমে আরোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উক্ত আলোচনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে উপজেলা স্বস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.নজরূল ইসলাম বলেন কিশোরিদের ডাক্তার বা স্বাস্থ্যকর্মীর পরামর্শ অনুযায়ী সপ্তাহে ২টি করে আয়রণ ফলিক এসিড ট্যাবলেট(০৩মাস চলবে,পরবর্তী ০৩ মাস বন্ধ থেকে পুণরায় ০৩মাস চলবে)এবং ০৬মাস অন্তর অন্তর কৃমিনাশক ট্যাবলেট খেতে হবে।এছরাও ০১কাপ দুধ অথবা দুধের তৈরী খাবার কিশোর-কিশোরীদের প্রতিদিন না হলেও সপ্তাহে ০৩-০৪ দিন খেতে হবে।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মহসিন ভুইয়া, ডাক্তার মো. মশিইর রহমান,সমাজ সেবা কর্মকর্তা আল-আমিন,প্রাণী সম্পাদ কর্মকর্তা ডাক্তার আব্দুল মান্নান মিয়া,উপজেলা শিক্ষা অফিসার আব্দুল আউয়াল, ইউআরসি কর্মকর্তা মো. শাকিল আহম্মেদ, মহিলা বিষযক কর্মকর্তা সারমিন আরা,
উপজেলা যুবলীগের আহ্বায়ক মো.সাইফুল আলম মুরাদ,তিতাস প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. কবির হোসেন,সাধারণ সম্পাদক মো. আসলাম,যুগ্ম সম্পাদক মুন্সি সামসুউদ্দিন আহম্মেদ সাগর ও মো. মহসিন হাবিবসহ হাসপাতালের কর্মকর্তা কর্মচারীগন।এর আগে সকাল ১০টায় স্বাস্থ্য কমপ্লেক্স গেইট হতে এটি র্যালী বের হয়ে হোমনা-গৌরীপুর সড়ক প্রদক্ষিন করে হাসপাতালে এস শেষ হয়।
এবিএন/কবির হোসেন/জসিম/তোহা