শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

গাজীপুরে হত্যা মামলায় ১৩ জনের ফাঁসির দণ্ড

গাজীপুরে হত্যা মামলায় ১৩ জনের ফাঁসির দণ্ড

গাজীপুর, ২৩ এপ্রিল, এবিনিউজ: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় প্রায় ২৩ বছরে আগের বিল্লাল ওরফে বিলু হত্যা মামলা রায়ে ১৩ জনের ফাঁসিরদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দয়রা জজ আদালাত-১ এর বিচারক ড. মো: ফজলে এলাহী ভূইয়া ওই আদেশ দেন। রায়ে প্রত্যেক আসামীকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কালীগঞ্জ উপজেলার বাহাদুরশাদী গ্রামের মৃত তালেব আলীর ছেলে ফালান, একই গ্রামের ছোয়াদ আলীর দুই ছেলে কাদির ও সাদির আলী, নিজাম উদ্দিনের ছেলে কালাম, আফাজ উদ্দিনের তিন ছেলে বাজিত, আজিজ ও ওসমান, খোদে নেওয়াজের ছেলে আব্দুল সামাদ, নিজাম উদ্দিনের ছেলে হুমায়ুন, মৃত মনির উদ্দিনের ছেলে মানিক এবং মৃত নিজাম উদ্দিনের ছেলে আলম এবং ইশ্বরপুরের আমির আলীর ছেলে রুস্তম, অহিদ আলীর ছেলে ফারুক। আসামীদের মধ্যে ফালান, আজিজ , আব্দুল সামাদ, ফারুক, মানিক ও আলম পলাতক রয়েছে।

গাজীপুর আদালতের এপিপি মকবুল হোসেন কাজল জানান, কালীগঞ্জের ইশ্বরপুর গ্রামের সৈয়দ আলী ওরফে কিতাব আলীর ছেলে বিল্লাল ওরফে বিলুর চাকর জাকারিয়া কদু (লাউ) চুরি করে বলে রুস্তম আলী ১৯৯৫ সালে ৭ ডিসেম্বর সকালে ইশ্বরপুর বাজারে পাশে ডেকে নেয়। সেখানে থাকা অপর আসামী কাদির ও সাদিরের সাথে কদু চুরি নিয়ে তাদের কথাকাটাকাটি হয়। এ সময় অপর আসামীরা দা, কুড়াল, ছুরি, রড ইত্যাদি নিয়ে সেখানে হাজির হয়। এক পর্যায়ে কালাম কুড়াল দিয়ে বিলুকে মাথায় কোপ দেয়। এ সময় বিলু দৌড়াইয়া পালানোর চেষ্টা করলে অন্য আসামীরা তাকে কুপিয়ে এবং জবাই করে হত্যা করে।

এঘটনায় নিহতের ভাই জালাল উদ্দিন বাদী হয়ে কালীগঞ্জ থানার ১০ জনকে আসামী করে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ১৯৯৭ সালে ৫ অক্টোবর আদালতে ১৩ জনকে অভিযুক্ত করে চার্জশীট দাখিল করেন।

পরে আদালতের শুনানী এবং স্বাক্ষ্য গ্রহণ শেষে সোমবার আদালত আসামীদের বিরুদ্ধে ওই রায় প্রদান করেন।

এবিএন/আলমগীর হোসেন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত