![রাণীশংকৈলে মা সমাবেশ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/23/abnews-24.bbb_136562.jpg)
রাণীশংকৈল ((ঠাকুরগাঁও), ২৩ এপ্রিল, এবিনিউজ: দেশের শ্রেষ্ঠ বিদ্যাপিট ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক নিয়ে যত বির্তক। এই বির্তকটি হয়েছে ঐ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে সহকারী শিক্ষক ধীরেন্দ্র নাথকে নিয়ে।
গতকাল রবিবার বিকেলে অভিভাবক সমাবেশে শিক্ষা প্রতিষ্ঠানটির সভাপতি ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ ইয়াসিন আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা জামালউদ্দিন চৌধুরী প্রধান শিক্ষিক ফরিদা ইয়াসমিন গর্ভনিং বোডের সাবেক সভাপতি আতাউর রহমান, আঃকুদ্দুশ সদস্য শাহানশাহ ইকবাল অভিভাবক পূর্ণিমা মোদক,সিরাজুল ইসলাম সিরু, ফেরদৌশ আলম মানিক মাষ্টার আঃ রহিম প্রমুখ।
এ সময় অভিভাবকরা বিদ্যালয়ের নাইটকালীন কোচিং বিষয়ে অভিযোগ ও সংবাদ কর্মিদের সাথে বিদ্যালয়ের সহকারী শিক্ষক ধীরেন্দ্র নাথের যোগাযোগ রয়েছে মর্মে এর কড়া সমালোচনা করেন। বক্তব্য চলাকালীন বিদ্যালয়ের সভাপতি মাইক নিয়ে সহকারী শিক্ষক ধীরেন্দ্র নাথের বিরুদ্বে ব্যবস্থা নেওয়া হবে বলে প্রকাশ্যে ঘোষনা দেন।
এ ঘোষনার পর পরই ঐ শিক্ষককে নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা সৃষ্ঠি হয় মাঠজুড়ে । এ প্রসঙ্গে সহকারি শিক্ষক ধীরেন্দ্র নাথ বলেন নাইট কোচিং বিষয়ে অভিযোগ করেছে অভিভাবকরা, অভিযোগের প্রেক্ষিতে সংবাদ কর্মিরা গেছেন সেখানে এর সাথে আমার কোন সংশ্লিষ্ঠা নেই।
এবিএন/মোবারক আলী/জসিম/তোহা