বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • জাতীয়
  • সরকার সহায়তা না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

সরকার সহায়তা না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

সরকার সহায়তা না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

ঢাকা, ২৩ এপ্রিল, এবিনিউজ : সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন বলেন, নির্বাচন কমিশনকে (ইসি) যত ক্ষমতাই দেয়া হোক না কেন, সরকার সহায়তা না করলে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব নয়। আজ সোমবার সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত 'সিটি করপোরেশন নির্বাচন ও নাগরিক ভাবনা' শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন।

ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন বলেন, যত ক্ষমতাই কমিশনকে দেওয়া হোক না কেন, সরকার সহায়তা না করলে ভালো নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব নয়।

সাবেক নির্বাচন কমিশনার বলেন, আর বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যেনতেনভাবে নির্বাচন পার করে দিতে চায় বলেই দেশে সুষ্ঠু নির্বাচনের সংস্কৃতি গড়ে ওঠেনি।

সাখাওয়াত হোসেন বলেন, কোনো পলিটিক্যাল পার্টি এ বিষয়টি কখনো সিরিয়াসলি নেয় নাই যে একটি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে তার প্রথম যে ভিত্তি, সেটা হচ্ছে নির্বাচন। আর নির্বাচন সিস্টেমটা অন্তত করাপ্ট না করা হয়।

তিনি বলেন, নির্বাচন কমিশনের সাথে যদি সরকার কো-অপারেশন না করে, তাহলে নির্বাচন কমিশনে যুধিষ্ঠিরকে বসানো সম্ভব নয়। আগামী ১৫ মে খুলনা ও গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত