![দামেস্ক’র দক্ষিণাঞ্চল থেকে আইএস হঠালো সিরিয়া](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/23/syrian-army_136570.jpg)
ঢাকা, ২৩ এপ্রিল, এবিনিউজ : দামেস্ক’র দক্ষিণাঞ্চল থেকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) হঠিয়ে দিয়েছে সিরিয়ার সেনাবাহিনী। আজ সোমবার দেশটির রাষ্ট্রায়াত্ত্ব গণমাধ্য আল-ইখবাড়িয়া টিলিভিশন চ্যানেলে এ দাবি করা হয়।
টিলিভিশন চ্যানেলটিতে বলা হয়, দামেস্ক’র নিকটবর্তী হাজর আসওয়াদ ও তার আশপাশের এলাকা থেকে আইএসকে হঠাতে সরকার সোমবারে অভিযান পরিচালনা করে।
প্রসঙ্গত, এয়ারমোক এ অবস্থিত ফিলিস্তিনের শরণার্থী ক্যাম্প এবং দামেস্ক’র দক্ষিণাঞ্চলের হাজর-আল-আসওয়াদে কয়েক হাজার আইএস জঙ্গিগোষ্ঠী দখল করে নেয়। গত শুক্রবারেই ওই অঞ্চলগুলো থেকে আইএস পিছু হঠলেও তারা সরকারি বাহিনীর কাছে আত্মসমর্পণ করেনি।
ব্রিটিশ ভিত্তিক সিরিয়ার যুদ্ধ নিয়ে পর্বেক্ষণকারী মানবাধিকার গ্রুপ বলছে, গত বৃহস্পতিবার থেকে চলা এ অভিযানে ১১ জন প্রাণ হারিয়েছে। তবে তারা জঙ্গিগোষ্ঠী নাকি সাধারণ মানুষ তা নিশ্চিতভাবে জানাতে পারেনি।
এবিএন/জনি/জসিম/জেডি