![আখাউড়ায় ট্রেনের নিচে ঝাপ দিয়ে যুবকের আত্মহত্যা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/23/abnews-24.bbbbbbbbb_136572.jpg)
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া), ২৩ এপ্রিল, এবিনিউজ: আখাউড়া পৌরশহরের দূর্গাপুর গ্রামের এনটনি শীল (৪০) নামে এক যুবক ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছে। আজ সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়ীয়া রেলওয়ে ষ্টেশনের ওভার ব্রীজের নীচে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত যুবক আখাউড়া পৌরশহরের দূর্গাপুর গ্রামের বিনো শীলের পুত্র।
আখাউড়া রেলওয়ে থানার ওসি শ্যামল চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের পকেটে একটি চিরকুট পাওয়া গেছে তাতে লিখা আছে আখাউড়া দুর্গাপুর আমার পিতার নাম বিনো শীল, একটি ফোন নাম্বার দেওয়া আছে। ওই নম্বরে কল করে তার পিতা বিনো শীল কে আসতে বলেছি। তিনি আসলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিকভাবে ধারনা করছি ছেলেটি আত্মহত্যা করে থাকতে পারে।
আখাউড়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. তাজুল ইসলাম জানান, এনটনি মুহুরীর কাজ করতো।
এবিএন/হান্নান খাদেম/জসিম/তোহা