বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মতলবে গণমনস্ত্রাত্তিক রোগে আক্রান্ত ৫৫ শিক্ষার্থী

মতলবে গণমনস্ত্রাত্তিক রোগে আক্রান্ত ৫৫ শিক্ষার্থী

মতলবে গণমনস্ত্রাত্তিক রোগে আক্রান্ত ৫৫ শিক্ষার্থী

চাঁদপুর, ২৩ এপ্রিল, এবিনিউজ: চাঁদপুরের মতলবের ধনাগোদা তালতলী উচ্চ বিদ্যালয়ে গণ মনস্ত্রাত্তিক রোগে ৪৫ শিক্ষার্থী আক্রান্ত হয়েছে। আজ ২৩ এপ্রিল বেলা আনুমানিক ১১টায় হঠাৎ করে ৯ম ও ১০ম শ্রেণির বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পরে। এক পর্যায়ে এ খবর বিদ্যালয়ে ছড়িয়ে পরলে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পরে। এক এক করে প্রায় বিদ্যালয়ের অর্ধ শতাধিক গুরুতরভাবে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পরে। এর মধ্যে ৫৫ জন শিক্ষার্থীকে মতলব উত্তরের মরাধন সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

অন্যান্যদেরকে প্রাথমিকভাবে চিকিৎসা প্রদান করা হয়। এরা হচ্ছে বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী রুপালী, খাদিজা, পার্বতী, মারিয়া, সাথী আক্তার, আফরোজা, নন্দিতা, সুফিয়াসহ ৫৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এদের গ্রামের বাড়ি রায়েরকান্দি- ধনাগোদা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ জানান, হঠাৎ ১০ম শ্রেণির ক্লাশ রুমে কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পরে। এর পর পরই পুরো ক্লাশের প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী অসুস্থ হয়ে পরে। বিষয়টি আমি স্থানীয় অভিভাবক ও জনপ্রতিনিধিকে অবহিত করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একেএম মাহাবুবুর রহমান জানান, প্রথমত সন্দেহ গণ মনস্ত্রাত্তিক রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়েছে। তাঁদের উন্নত চিকিৎসা চলছে। এর মধ্যে কয়েকজন চিকিৎসা নিয়ে স্বাভাবিকভাবে বাড়ি ফিরেছে। এ খবর শুনে ঘটনাস্থল ও হাসপাতালে ছুটে যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমেদ মঞ্জু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম ইমন, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সুশান্ত ভৌমিক আকাশ।

এবিএন/শ্যামল চন্দ্র দাস/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত