শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

সাঘাটায় সড়ক দূর্ঘটনায় নিহত ১: আহত ৩

সাঘাটায় সড়ক দূর্ঘটনায় নিহত ১: আহত ৩

সাঘাটা (গাইবান্ধা),২৩ এপ্রিল, এবিনিউজ :গাইবান্ধার উপজেলার গাইবান্ধা-সাঘাটা রোডে ভরতখালী নামক স্থানে মোটরসাইকেল ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে ভটভটির যাত্রী একজন নিহত ও তিন জন আহত হয়।

স্থানীয়রা জানান, আজ সোমবার বিকেলে ভরতখালী নামক স্থানে খড় বোঝাই ভটভটির সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলেই ভটভটির যাত্রী এক যাত্রী নিহত হয়।

আহত হয় তিন জন। আহতদের রংপুর ও বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তি হলেন, উপজেলার দক্ষিণ উল্যা গ্রামের মফিজ উদ্দিনের পুত্র দুলু মিয়া (৬০)।

আহতরা হলেন, মোটরসাইকেল আরোহী কচুয়াহাট গ্রামের আজাদুলের পুত্র আশিক (১৪), কচুয়াহাট মধ্যপাড়া গ্রামের শওকতের পুত্র শান্ত মিয়া (২০), ভটভটি চালক চকচকিয়া গ্রামের হাসেন আলীর পুত্র হালিম মিয়া (৪৫)।

সাঘাটা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট জানান, দূর্ঘটনায় নিহত ব্যক্তিকে তার বাড়ীতে দাফনের ব্যবস্থা করা হবে। সাঘাটা থানার এসআই নয়ন জানান, দূর্ঘটনায় নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে তার নিকট আত্মিয়ের কাছে হস্তান্তর করা হয়।

এবিএন/আসাদ খন্দকার/জসিম/নির্মল

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত