![হোসেনপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/23/pusti_abnews_24_136610.gif)
হোসেনপুর (কিশোরগঞ্জ),২৩ এপ্রিল, এবিনিউজ :হোসেনপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার র্যালি ও আলোচনা সভার আয়োজন হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে । “খাদ্যের কথা ভাবলে- পুষ্টির কথাও ভাবুন” স্লোগানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ সুবীর নন্দীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মবিন, উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া,সাধরণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, মেডিকেল অফিসার আবদ্যুাল্লাহ আল শামীম, ডা. আদনান আখতার, পরিসংখ্যানবিদ আখতারুজ্জামান প্রমুখ।
এবিএন/খায়রুল ইসলাম/জসিম/নির্মল