![আইপিএলে অভিষেক পাঞ্জাবের পৃথ্বি শাওয়ের](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/23/prithvi_shaw.abnews24_136613.jpg)
ঢাকা, ২৩ এপ্রিল, এবিনিউজ : নিউজিল্যান্ডে অনুষ্ঠিত সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। দলকে জিতিয়েছেন শিরোপা। তবে পৃথ্বি শাও তারও আগে থেকে সবার পরিচিত নাম। ঘরোয়া ক্রিকেটে রেকর্ড গড়ে শচীন টেন্ডুলকারের সঙ্গেও নিজের নাম জড়িয়েছেন। এবারের আইপিএলের জন্য ১৮ বছরের পৃথ্বিকে ১.২ কোটি রুপিতে কিনে নিয়েছিল দিল্লি ডেয়ারডেভিলস। আজ সোমবার কিংস ইভেলেন পাঞ্জাবের বিপক্ষে দিল্লির হয়ে অভিষেক হলো তার।
দিল্লি ডেয়ারডেভিলসকে এবার নেতৃত্ব দিচ্ছেন গৌতম গম্ভির। কোচ হিসেবে রয়েছেন রিকি পন্টিং। পৃথ্বি শাও আইপিএল শুরুর আগেই বলেছিলেন এটা দারুণ ব্যপার তার জন্য। আইপিএলে অভিষেকের আগে ১০টি প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচ ও ১৩ টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন পৃথ্বি। প্রথম শ্রেণির ক্রিকেটে তার গড় ৫৬.২২।
বছরের শুরুতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৬ ম্যাচে ২৬১ রান করেন পৃথ্বি। গড় ৬৫.২৫। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে এটিই সেরা স্কোর।
এবিএন/শংকর রায়/জসিম/পিংকি