শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
logo

২০১৮-১৯ মৌসুমে ঘরের মাঠে দ. আফ্রিকার সূচি ঘোষণা

২০১৮-১৯ মৌসুমে ঘরের মাঠে দ. আফ্রিকার সূচি ঘোষণা

ঢাকা, ২৩ এপ্রিল, এবিনিউজ : আগামী গ্রীষ্মে ঘরের মাঠে পাঁচ টেস্ট, ১৩ ওয়ানডে ও নয় টি-টোয়েন্টি খেলবে দক্ষিণ আফ্রিকা। এই সময়ে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে জিম্বাবুয়ে, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

সোমবার ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) ২০১৮-১৯ হোম মৌসুমের আন্তর্জাতিক সূচি ঘোষণা করেছে। যেটি শুরু হবে আগামী ৩০ সেপ্টেম্বর, আর শেষ হয়ে ২০১৯ সালের ২৪ মার্চ।

ঘরের মাঠে ২০১৭-১৮ মৌসুমে ব্যস্ত সময় কেটেছে দক্ষিণ আফ্রিকার। এই সময়ে তারা টেস্ট খেলেছে ১০টি। যার মধ্যে ছিল প্রথম দিবারাত্রির টেস্ট, চার দিনের টেস্টও।

তবে আগামী গ্রীষ্মে চাপটা কমই থাকছে প্রোটিয়াদের। এবার তারা খেলবে গত গ্রীষ্মের অর্ধেক টেস্ট। তবে ২০১৯ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে প্রায় দ্বিগুণ।

দক্ষিণ আফ্রিকার বড় পাঁচটি ভেন্যই কমপক্ষে একটি টেস্ট পাচ্ছে। সবচেয়ে বড় পরিবর্তনটা হয়েছে বক্সিং ডে টেস্ট আয়োজনে। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে হবে বক্সি টেস্ট টেস্ট, পাকিস্তানের বিপক্ষে। বিগত কয়েক বছরে যেটি হয়েছে ডারবান ও পোর্ট এলিজাবেথে।

নিউইয়ার টেস্ট কেপ টাউনের নিউল্যান্ডসেই থাকছে। কিংসমেড ও সেন্ট জর্জস পার্কে হবে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট।

জিম্বাবুয়ে ২০১৯ বিশ্বকাপের মূলপর্বে উঠতে পারেননি। তারাই প্রথম দক্ষিণ আফ্রিকা সফরে যাবে। এরপর যাবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। জিম্বাবুয়ে যে ভেন্যুগুলোতে খেলবে, সেখানে পাকিস্তান-শ্রীলঙ্কার কোনো ম্যাচ নেই।

সূচি

প্রতিপক্ষ: জিম্বাবুয়ে

৩০ সেপ্টেম্বর, প্রথম ওয়ানডে, কিম্বার্লি

৩ অক্টোবর, দ্বিতীয় ওয়ানডে, ব্লুমফন্টেইন

৬ অক্টোবর, তৃতীয় ওয়ানডে, পার্ল

৯ অক্টোবর, প্রথম টি-টোয়েন্টি, ইস্ট লন্ডন

১২ অক্টোবর, দ্বিতীয় টি-টোয়েন্টি, পচেফস্ট্রুম

১৪ অক্টোবর, তৃতীয় টি-টোয়েন্টি, বেনোনি

প্রতিপক্ষ: পাকিস্তান

১৯-২১ ডিসেম্বর, তিন দিনের প্রস্তুতি ম্যাচ, বেনোনি, প্রতিপক্ষ, এসএ আমন্ত্রিত একাদশ

২৬-৩০ ডিসেম্বর, প্রথম টেস্ট, সেঞ্চুরিয়ন

৩-৭ জানুয়ারি, দ্বিতীয় টেস্ট, কেপ টাউন

১১-১৫ জানুয়ারি, তৃতীয় টেস্ট, জোহানেসবার্গ

১৯ জানুয়ারি, প্রথম ওয়ানডে, পোর্ট এলিজাবেথ

২২ জানুয়ারি, দ্বিতীয় ওয়ানডে, ডারবান

২৫ জানুয়ারি, তৃতীয় ওয়ানডে, সেঞ্চুরিয়ন

২৭ জানুয়ারি, চতুর্থ ওয়ানডে, জোহানেসবার্গ

৩০ জানুয়ারি, পঞ্চম ওয়ানডে, কেপ টাউন

১ ফেব্রুয়ারি, প্রথম টি-টোয়েন্টি, কেপ টাউন

৩ ফেব্রুয়ারি, দ্বিতীয় টি-টোয়েন্টি, জোহানেসবার্গ

৬ ফেব্রুয়ারি, তৃতীয় টি-টোয়েন্টি, সেঞ্চুরিয়ন

প্রতিপক্ষ : শ্রীলঙ্কা

১৩-১৭ ফেব্রুয়ারি, প্রথম টেস্ট, ডারবান

২১-২৫ ফেব্রুয়ারি, দ্বিতীয় টেস্ট, পোর্ট এলিজাবেথ

২৮ ফেব্রুয়ারি, একদিনের প্রস্তুতি ম্যাচ, প্রতিপক্ষ, এসএ আমন্ত্রিত একাদশ

৩ মার্চ, প্রথম ওয়ানডে, জোহানেসবার্গ

৬ মার্চ, দ্বিতীয় ওয়ানডে, সেঞ্চুরিয়ন

১০ মার্চ, তৃতীয় ওয়ানডে, ডারবান

১৩ মার্চ, চতুর্থ ওয়ানডে, পোর্ট এলিজাবেথ

১৬ মার্চ, পঞ্চম ওয়ানডে, কেপ টাউন

১৯ মার্চ, প্রথম টি-টোয়েন্টি, কেপ টাউন

২২ মার্চ, দ্বিতীয় টি-টোয়েন্টি, সেঞ্চুরিয়ন

২৪ মার্চ, তৃতীয় টি-টোয়েন্টি, জোহানেসবার্গ

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত