![রোমাঞ্চকর ম্যাচে পাঞ্জাবের জয়](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/24/ipl_136620.jpg)
ঢাকা, ২৪ এপ্রিল, এবিনিউজ : টস হেরে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৪৩ রান করার পর কিংস ইভেলেন পাঞ্জাবের পক্ষে বাজি ধরবার লোক কমই ছিল। কিন্তু কে জান তো, ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম লো-স্কোরিং ম্যাচে দর্শকদের জন্য এমন রোমাঞ্চের ডালি নিয়ে বসে আছে। দিল্লি ডেয়ারডেভিলস রান তাড়া করতে গিয়ে শেষ ওভারের জটিল সমীকরণে পড়ল।
শ্রেয়াস আয়ারের ব্যাট যা প্রায় ছুঁয়ে দূরত্বেও নিয়ে এলো। কিন্তু শেষ বলে সেই আয়ারকেই তুলে নিলেন মুজিব উর রহমান। ৮ উইকেটে ১৩৯ রানে থামল দিল্লির ইসিংস। ৪ রানের নাটকীয় জয় পেল পাঞ্জাব। এবারের আইপিএলে এখন পর্যন্ত অনেকগুলো ম্যাচেরই সমাপ্তি হয়েছে শেষ ওভারে।
পায়ের ব্যথায় দিল্লির বিপক্ষে নিজে থেকে সরে দাঁড়ান গেইল। তার বদলে লোকেশ রাহুলের সঙ্গে উদ্বোধনী জুটি গড়েন অ্যারন ফিঞ্চ। ক্যারিবিয়ান তারকার অনুপস্থিতিতে পাঞ্জাবের ব্যাটিং লাইন নাজুক হয়ে পড়েছিল।
দ্বিতীয় উইকেটে মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে লোকেশের ৩৬ রানের জুটি ছিল সর্বোচ্চ। মিডল অর্ডারে ডেভিড মিলার ও করুন নায়ারের ৩১ রান ছিল কিছুটা স্বস্তির। ৩৪ রানের সেরা ইনিংস খেলেন নায়ার। মিলারের ব্যাটে আসে ২৬ রান। এছাড়া লোকেশ (২৩), আগারওয়াল (২১) ও যুবরাজ সিং (১৪) দুই অঙ্কের ঘরে রান করেন।
পাঞ্জাবের ব্যাটিং দুর্দশায় মূল ভূমিকা রাখেন দিল্লির লিয়াম প্লাঙ্কেট। ৩ উইকেট নেন তিনি ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে। দুটি করে পান ট্রেন্ট বোল্ট ও আবেশ খান।
লক্ষ্যে নেমে দিল্লি রানের গতি ধরে রেখেছিল। যদিও অঙ্কিত রাজপুত, এন্ড্রু টাই, রবিচন্দ্রন অশ্বিন ও মুজিব উর রহমানের নিয়ন্ত্রিত বোলিংয়ে বেশ কয়েকবার হোঁচট খায় তারা। তবে শ্রেয়াস আয়ার ক্রিজে থাকায় দিল্লিকে দ্বিতীয় জয় হাতছানি দিয়েছে শেষ ওভারেও।
শেষ দুই ওভারে ২১ রান দরকার ছিল দিল্লির। তবে প্রথম তিন ওভারে ৪১ রান দেওয়া বারিন্দার স্রান তার চতুর্থ ও দলীয় ১৯তম ওভারে মাত্র ৪ রান দিয়ে ১ উইকেট নিয়ে ম্যাচে উত্তেজনা ফেরান। শেষ ওভারে প্রয়োজনীয় ১৭ রান করা থেকে দিল্লিকে ঠেকানোর দায়িত্ব পান মুজিব। আয়ার দ্বিতীয় বলে ৬ মারার পর চতুর্থ ও পঞ্চম বলে ২ ও ৪ রান নেন। শেষ বলে দরকার ছিল ৫ রান। ছক্কা হাঁকানোর শটই খেলেছিলেন আয়ার। কিন্তু লং অফে উড়ন্ত বলটি লুফে নেন ফিঞ্চ। ৪৫ বলে ৫৭ রানে আউট আয়ার।
তার পর শুরু হয় পাঞ্জাবের উদযাপন, আর হতাশায় হাত পড়ে দিল্লির অধিনায়ক গৌতম গম্ভীরের মাথায়। পাঞ্জাবের জয়ে বল হাতে দুটি করে উইকেট নেন রাজপুত, মুজিব ও টাই।
৬ ম্যাচে ৫ম জয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠল পাঞ্জাব। আর মাত্র ২ পয়েন্ট নিয়ে সবার শেষে দিল্লি।
এবিএন/সাদিক/জসিম