![ধর্মপাশায় অস্ত্রের আঘাতে কৃষক জখম](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/24/jolkom.abnews24_136625.jpg)
ধর্মপাশা (সুনামগঞ্জ), ২৪ এপ্রিল, এবিনিউজ : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের তাহিরপুর গ্রামে হাওরে ধানবাহী ট্রাক চলাচলকে কেন্দ্র করে সুবোধ চন্দ্র সরকার (৪৫) নামের এক কৃষককে কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত কৃষক তাহিরপুর গ্রামের খোকন চন্দ্র সরকারের ছেলে। গত রবিবার বিকেল ৫টায় ওই ইউনিয়নের হুগলী হাওরে এ হামলার ঘটনাটি ঘটে।
আহত কৃষক গতকাল সোমবার দুপুরে একই ইউনিয়নের গুচ্ছগ্রামের (তাহিরপুর) বাসিন্দা মাজু মিয়ার ছেলে জাহাঙ্গীরসহ নামাঙ্কিত নয় জনের বিরুদ্ধে ধর্মপাশা থানায় এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, কৃষক সুবোধ চন্দ্র সরকার তার চাচাতো ভাই প্রমোদ চন্দ্র সরকারকে নিয়ে হুগলী হাওর থেকে হ্যান্ডট্রলি দিয়ে ধান বাড়িতে আনার কাজ করেন। অপরদিকে জাহাঙ্গীরের নেতৃত্বে স্থানীয় কয়েকজন একটি ট্রাকে করে একই সড়ক দিয়ে হাওর থেকে কৃষকের বাড়িতে ধান পৌঁছে দেন। ট্রাক চলাচল ও বৃষ্টির ফলে ওই সড়কটি কর্দমাক্ত হয়ে যাওয়ায় গত শনিবার দুপুরে প্রমোধ চন্দ্র সরকার অভিযুক্ত জাহাঙ্গীরের লোকজনকে সড়কের নিচের কান্দা দিয়ে ট্রাক নেওয়ার কথা বললে বাকবিত-ায় জড়িয়ে পড়েন তারা।
পরে রবিবার বিকেল ৫টার দিকে কৃষক সুবোধ চন্দ্র সরকার হুগলী হাওরে জমির ধান দেখার জন্য নিজ বাড়ি থেকে বের হয়ে ঘটনাস্থলে পৌঁছালে জাহাঙ্গীরের নেতৃত্বে দেশীয় অস্ত্র দা, লাঠি, ছুরি, লোহার রড নিয়ে তার ওপর হামলা চালানো হয়।
এ সময় ধারালো অস্ত্রের আঘাতে সুবোধ চন্দ্র সরকার আহত হন। ওইদিন রাতেই সুবোধ চন্দ্র সরকারকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত জাহাঙ্গীরের মোবাইল ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
ধর্মপাশা থানার এসআই জাহাঙ্গীর হোসাইন জানান,কৃষকের লিখিত অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এবিএন/ইমাম হোসেন/জসিম/এনকে