![যুক্তরাষ্ট্রে রেস্টুরেন্টে হামলা : গ্রেফতার সেই ‘নগ্ন বন্দুকধারী’](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/24/usa-atok_136626.jpg)
ঢাকা, ২৪ এপ্রিল, এবিনিউজ : যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যের ন্যাশভিলের অ্যান্টিয়কের ওয়াফল হাউস রেস্টুরেন্টে হামলায় চারজনকে হত্যাকারী নগ্ন বন্দুকধারী ট্রাভিস রেইনকিংকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ৩৬ ঘণ্টা খোঁজাখুঁজি শেষে জনসাধারণের দেওয়া তথ্য মতে, হামলার রেস্টুরেন্ট থেকে দুই মাইল দূরে একটি জঙ্গল থেকে রেইনকিংকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারে স্নাইফার কুকুর ও হেলিকপ্টার ব্যবহার করা হয়।
অনলাইনে ন্যাশভিলে পুলিশের পোস্ট করা ছবিতে দেখা যায়, ২৯ বছর বয়সী নির্মাণ শ্রমিক রেইনকিং পুলিশি হেফাজতে রয়েছেন।
অনলাইন জেল রেকর্ড থেকে দেখা যায়, রেইনকিংকে ন্যাশভিলের একটি কারাগারে রাখা হয়েছে। তার প্রাথমিক জামিন মুচলেকা প্রতি হত্যার জন্য ৫ লাখ ডলার। অর্থাৎ ৪ জনকে হত্যার জন্য ২০ লাখ ডলার।
স্থানীয় সময় রবিবার খুব ভোরে ন্যাশভিলে ওই হামলায় ৪ জন নিহত হন। আহত হন আরও ৪ জন।
হামলার পর সম্পূর্ণ নগ্ন অবস্থায় পালিয়ে যান রেইনকিং। পালিয়ে প্রথমে তার অ্যাপার্মেন্টে যান এবং সেখান থেকে প্যান্ট পরে পার্শ্ববর্তী একটি জঙ্গলের ভেতরে আত্মগোপন করেন।
গ্রেফতারকালে রেইনকিংয়ের কাছ থাকা ব্যাগ থেকে একটি পিস্তল ও কিছু গোলাবারুদ উদ্ধার করা হয়।
এবিএন/সাদিক/জসিম